Loksabha Election 2024: আমেঠির গৌরীগঞ্জে কংগ্রেস অফিসের বাইরে রবার্ট বঢড়ার পোস্টার, তবে কী শ্যালকের পরিবর্তে জামাইবাবু?

২০১৯ সালে রাহুল গান্ধী আমেঠি ও ওয়ানাড দু'টি আসনে ভোটে লড়েছিলেন। ওয়েনাডে জিতলেও আমেঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। এ বারও এই আসন থেকে BJP-র প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

Robert Vadra In Amethi ? Photo Credit: Twitter@ANI

কংগ্রেসের এককালীন শক্ত ঘাঁটি আমেঠি, কিন্তু প্রথম দফা ভোট হয়ে গেলেও কংগ্রেস এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি। ২০১৯ সালে রাহুল গান্ধী আমেঠি ও ওয়ানাড দু'টি আসনে ভোটে লড়েছিলেন। ওয়েনাডে জিতলেও আমেঠিতে স্মৃতি ইরানির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছিল কংগ্রেস। এ বারও এই আসন থেকে BJP-র প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে রাহুল আবার এই আসন থেকে লড়বেন কিনা তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে জল্পনা প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢড়া ওই আসন থেকে লড়াই করতে পারেন, তবে এই খবরে এখনও শিলমোহর দেয়নি কংগ্রেস। তারই মধ্যে আমেঠির গৌরীগঞ্জে কংগ্রেস অফিসের বাইরে রবার্ট বঢড়ার পোস্টার দেখা গেছে। আগামী ২০ মে, লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট আমেঠিতে। ২৬ এপ্রিল থেকে এই দুই আসনের জন্য মনোনয়ন জমা নেওয়ার পর্ব শুরু হবে। চলবে আগামী ৩ মে পর্যন্ত। দেখা যাক শেষ পর্যন্ত কার নাম ঘোষণা করে কংগ্রেস হাই কমান্ড।

 

চ্ছে।