India on Corruption Perceptions Index 2022: দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ বিশ্ব, তালিকায় ভারতের স্থান ৮৫ তম

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুসারে, ৯৫% দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ।

Corruption Perceptions Index (CPI) 2022 (Photo Credit: Twitter)

মঙ্গলবার প্রকাশিত 'দুর্নীতি ধারণা সূচকের' (Corruption Perceptions Index)' সর্বশেষ তথ্য অনুসারে, ১৮০টি দেশের মধ্যে দুর্নীতির তালিকায় ৪০ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান ৮৫ তম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুসারে, ৯৫% দেশ দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ। উল্লেখ্য, সরকারি খাতের দুর্নীতির ধারণার ওপর ভিত্তি করে বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলকে এই সূচকে স্থান দেওয়া হয়েছে। এর জন্য ১৩টি বহিরাগত উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করঅ্যা হয়েছে যার মধ্যে বিশ্বব্যাঙ্ক (World Bank), ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (World Economic Forum), প্রাইভেট রিস্ক ও কনসাল্টিং কোম্পানি (Private Risk and Consulting Companies) অন্তর্ভুক্ত।