Haryana Election Result 2024:সকাল ৮টায় খুলে গেল হরিয়ানার স্ট্রং রুম , গণনা কেন্দ্রে আসতে শুরু করেছেন পোলিং এজেন্টরা (দেখুন ভিডিও)
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি (বিজেপি, লডওয়া), প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা (কংগ্রেস, গারহি সাম্পলা-কিলোই), ক্রীড়াবিদ ভিনেশ ফোগাট (কংগ্রেস, জুলানা) এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা (জেজেপি, উচানা কালান)।
শনিবার ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আজ ভোট গণনা হরিয়ানায়। হরিয়ানায় বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা দু’কোটিরও বেশি। তাঁদের ভোটেই ১০৩১ জন প্রার্থীর জয়-পরাজয় নির্ধারিত হবে। মোট বুথের সংখ্যা ২০৬২৯। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনি (বিজেপি, লডওয়া), প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডা (কংগ্রেস, গারহি সাম্পলা-কিলোই), ক্রীড়াবিদ ভিনেশ ফোগাট (কংগ্রেস, জুলানা) এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালা (জেজেপি, উচানা কালান)।আজ (৮ অক্টোবর) জম্মু ও কাশ্মীরের সঙ্গেই ভোটগণনা হবে হরিয়ানায়। দুই রাজ্যের বুথফেরত সমীক্ষা বলছে ইন্ডিয়া জোট এগিয়ে অনেকটা পিছিয়ে বিজেপি। যদিও ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না।
সকাল ৮টায় বিভিন্ন গণনা কেন্দ্রে আসতে শুরু করেছেন কাউন্টিং এজেন্টরা। কড়া নিরাপত্তায় খোলা হচ্ছে স্ট্রং রুমের দরজা। দেখুন সেই ছবি-
Haryana: Polling agents have started arriving at the counting center at Ballabgarh Sushma Swaraj Government Girls College in Faridabad pic.twitter.com/ygOg7K17ct
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)