Naveen Jindal: প্রার্থী মা, ঘোড়ায় চড়ে ভোট দিতে এলেন বিজেপি সাংসদ ছেলে নবীন জিন্দাল

হরিয়ানা ভোট মানেই চমক। আজ, শনিবার হিসারে ঘোড়ায় চেপে ভোট দিতে এলেন বিজেপির শিল্পপতি সাংসদ নবীন জিন্দাল। এই কেন্দ্রে তাঁর মা সাবিত্রী জিন্দাল বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন।

Naveen Jindal. (Photo Credits: X)

হরিয়ানায় ভোট মানেই কিছু না কিছু চমক থাকবেই। এবারের চমক, 'ঘোড়ে পে সওয়ার' হয়ে ভোট দিতে এলেন সাংসদ। আজ, শনিবার হিসারে ঘোড়ায় চেপে ভোট দিতে এলেন বিজেপির শিল্পপতি সাংসদ নবীন জিন্দাল। এই কেন্দ্রে তাঁর মা সাবিত্রী জিন্দাল বিজেপির প্রার্থী হিসেবে লড়ছেন। আর মা-কে ঘোড়ায় চেপে ভোট দিতে এলেন নবীন জিন্দাল। যিনি গত লোকসভা ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে কুরুক্ষেত্র আসনে পদ্ম প্রার্থী হয়ে লড়েছিলেন। আপ প্রার্থীকে হারিয়ে কুরুক্ষেত্র লোকসভা আসনে জিতে সাংসদ হন নবীন জিন্দাল। ঘোড়ায় চড়ে ভোট দিতে এসে বললেন, গোটা রাজ্যে বিজেপির জয়রথ চলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি-র হাত ধরে হরিয়ানাবাসী উন্নয়নের জোয়ারে ভাসছে, তাই বিজেপি এবার এখানে বড় ব্যবধানে জিতবে বলে জানালেন নবীন জিন্দাল। দশ বছর ধরে হরিয়ানায় বিজেপি ক্ষমতায় আছে।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)