Government Bans 156 Fixed-Dose Combination Drugs: ১৫৬টি কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র, সর্দি কাশি থেকে ব্যথার, দেখুন কী কী ড্রাগস আর কেনা যাবে না

দুটো ওষুধের কম্বিনেশনে খুব দ্রুত শরীর সারানোর বিপজ্জনক খেলায় দাঁড়ি টানল কেন্দ্র সরকার। ১৫৬টি বহুল বিক্রিত ফিক্স-ডোস কম্বিনেশন ওষুধ বা FDC বিক্রির ওপর নিষেধাজ্ঞা করল কেন্দ্র।

Medicine Representational Image

দুটো ওষুধের কম্বিনেশনে খুব দ্রুত শরীর সারানোর বিপজ্জনক খেলায় দাঁড়ি টানল কেন্দ্র সরাকর। ১৫৬টি বহুল বিক্রিত ফিক্স-ডোস কম্বিনেশন ওষুধ বা FDC বিক্রির ওপর নিষেধাজ্ঞা করল কেন্দ্র। এবার থেকে এই ওষুধগুলি আর উতপাদন, বিক্রি, সরবারহ করা যাবে না। এই কম্বিনেশন ওষুধগুলি মানুষের জীবনের পক্ষে বড় বিপজ্জনক বলে ঘোষণা করা হল। এফডিসি ড্রাগস হল দুই বা তার বেশী ফার্মাশিটিকাল উপাদানের একটি নির্দিষ্ট হারে তৈরি করা হয়। এদের সাধারণ ভাষায়, 'ককটেল' ড্রাগস। ' এসক্লোফেনাক ৫০ মিলি (Aceclofenac 50mg) + প্যারাসিটামোল ১২৫ মিলি (Paracetamol 125mg tablet)' এই দুটি ওষুধের কম্বিনেশনে তৈরি হওয়া ওষুধও নিষিদ্ধ করা হয়েছে।

এই নিষিদ্ধের তালিকায় আছে মেফেনামিক অ্যাসিড (Mefenamic Acid) + প্যারাসিটামোল ইঞ্জিকেশন (Paracetamol Injection), সেট্রিজাইন এইচসিএল (Cetirizine HCl) + প্যারাসিটামল(Paracetamol) +ফিনালফিরাইন এইচসিএল (Phenylephrine HCl), লেভোসেট্রিজাইন (Levocetirizine) + ফেনাইলেফরাইন এইচসিএল (Phenylephrine HCl)+ প্যারাসিটামোল (Paracetamol),+ ক্লোরফিনাইরামাইন মেলেট (Chlorpheniramine Maleate)...ইত্যাদি কম্বিনেশনগুলি নিষিদ্ধর তালিকায় জায়গা পেয়েছে।

দেখুন কোন কোন ওষুধু নিষিদ্ধ করা হল

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)