Small Saving Schemes: স্বল্প সঞ্চয়ে সুদের হার সামান্য বাড়াল কেন্দ্র, বাড়ল একটি ক্ষেত্রে, জানুন
বাজারে জিনিসপত্রে আগুনে দামের মাঝে কিছুটা সুখবর। স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।
বাজারে জিনিসপত্রে আগুনে দামের মাঝে কিছুটা সুখবর। স্বল্প সঞ্চয়ে সুদের হার বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ৫ বছরের 'রেকারিং ডিপোজিট'(Recurring Deposit) বা পুনরাবৃত্ত জমায় সুদের হার ৬.২ শতাংশ থেকে বাড়িয়ে করা হল ৬.৫ শতাংশ। তবে ১ বছর থেকে পাঁচ বছরের সাধারণ জমায় সুদের হার অপরিবর্তিত থাকল। জাতীয় সঞ্চয় শংসাপত্র বা ন্যাশনল সেভিংস সার্টিফিকেট, প্রভিডেন্ট ফান্ডেও সুদের হার বাড়ল না।
দেখুন টুইট