Ganesh chaturthi 2023:শ্রীমন্ত দাগদুশেঠ হালওয়াই গণপতি মন্দিরে ৩৫ হাজার মহিলা ভক্তের কন্ঠে শ্রী গণপতি অথর্বশীর্ষ পাঠ (দেখুন ভিডিও)
৩৫০০০ মহিলা ভক্তদের সম্মিলিত কণ্ঠে আজ সকালে শ্রী গণপতি অথর্বশীর্ষ পাঠ করা হয় মন্দির প্রাঙ্গণে। গণেশ চতুর্থী উদযাপনের অংশ হিসেবে মন্দিরের ট্রাস্ট এই আয়োজন করেছিল।
মহারাষ্ট্রের পুনেতে বিখ্যাত দাগদুশেঠ হালওয়াই গণপতির মন্দির আজ সকালে এক অনন্য কৃতিত্বের সাক্ষী হয়ে রইল। গত ২০২২ সালে ৩১০০০ মহিলা ভক্তের কন্ঠে পাঠ করা হয়েছিল শ্রী গণপতি অথর্বশীর্ষ। ২০২৩ সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার। ৩৫০০০ মহিলা ভক্তদের সম্মিলিত কণ্ঠে আজ সকালে শ্রী গণপতি অথর্বশীর্ষ পাঠ করা হয় মন্দির প্রাঙ্গণে। গণেশ চতুর্থী উদযাপনের অংশ হিসেবে মন্দিরের ট্রাস্ট এই আয়োজন করেছিল। ভক্তদের মন্ত্রোচ্চারণ ও ভক্তিপূর্ণ উচ্ছ্বাসে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ। দেখুন সেই ভিডিও-
Tags
35000 women gathered and recited Ganapati Atharvaśīrṣa
৩৫০০০ কন্ঠে শ্রী গণপতি অথর্বশীর্ষ পাঠ
Ganapati Atharvaśīrṣa
Ganesh Chaturthi
Ganesh Chaturthi 2023
Ganeshotsav
Ganeshotsav 2023
MAHARASHTRA
Pune
Shreemant Dagdusheth Halwai Ganpati Mandir
গণেশ চতুর্থী ২০২৩
গণেশ চতুর্থী আরতি
গণেশ চতুর্থী উদযাপন
দাগদুশেঠ হালওয়াই গণপতির মন্দির
পুণে
মহারাষ্ট্র
শুভ গণেশ চতুর্থী উৎসব
শ্রী গণপতি অথর্বশীর্ষ
শ্রী গণপতি অথর্বশীর্ষ পাঠ