Chowdhary Zulfkar Ali: ভোট ঘোষণা হতেই ভূ স্বর্গে শুরু দলবদলের খেলা, প্রাত্তন পিডিপি মন্ত্রী চৌধুরী জুলিফকর আলির বিজেপিতে যোগদান

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন। ভূ স্বর্গে তিন দফায় হতে চলা নির্বাচন শুরু ১৮ সেপ্টেম্বর থেকে।

Chowdhary Zulfkar Ali. (Photo Credits: Chowdhary Zulfkar Ali)

দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে হতে চলেছে বিধানসভা নির্বাচন (Jammu-Kashmir Assembly Elections 2024)। ভূ স্বর্গে তিন দফায় হতে চলা নির্বাচন শুরু ১৮ সেপ্টেম্বর থেকে। তার আগে রাজ্য রাজনীতিতে দলবদলের খেলা শুরু হয়ে গেল। প্রাক্তন পিডিপি মন্ত্রী চৌধুরী জুলফিকর আলি  (Chowdhary Zulfkar Ali) এবার বিজেপি-তে যোগ দিলেন। রাজৌরি জেলার প্রভাবশালী নেতা চৌধুরী জুলফিকর পিডিপি ছেড়ে আলতাফ চৌধুরীর গড়া দল জম্মু-কাশ্মীর আপনি পার্টি-তে বড় দায়িত্বে ছিলেন। রাজৌরির দারহালের পাঁচবারের বিধায়ক চৌধুরী জুলফিকর ২০১৪-১৮ জম্মু-কাশ্মীর পিডিপি-বিজেপি জোট সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। কাশ্মীরে কোণঠাসা বিজেপিকে কতটা অক্সিজেন দিতে পারেন জুলফিকর সেটাই দেখার।

প্রসঙ্গত, ২০১৪ জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে পিডিপি ২৮, বিজেপি ২৫, ন্যাশনল কনফারেন্স ১৫ ও কংগ্রেস ১২টি আসনে জিতেছিল।

দেখুন খবরটি

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)