Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রে ধাক্কা! বিজেপি ছেড়ে শরদ পাওয়ারের NCP-তে যোগ প্রাক্তন বিধায়কের
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরের প্রাক্তন দাপুটে বিধায়ক বাপুসাহেব তুকারাম পাথারে যোগ দিলেন শরদ পাওয়ারের দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি-তে।
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল বিজেপি। গেরুয়া শিবিরের প্রাক্তন দাপুটে বিধায়ক বাপুসাহেব তুকারাম পাথারে যোগ দিলেন শরদ পাওয়ারের দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি-তে। পুণের দুবারের বিজেপি বিধায়ক বাপুসাহেব দল বদলে শরদ পাওয়ারের শিবিরে আসার পিছনে গেরুয়া শিবিরে থাকলে মানুষের পাশে থাকা যাবে না, এমন যুক্তিই দিলেন। পুণের ভাদেগাঁও আসনে এখন এনসিপি-র বিধায়ক অজিত পাওয়ারের শিবিরের সদস্য। তাই বিজেপি থেকে আসা বাপুসাহেবকে সেখানে তার দলের প্রার্থী করতে পারেন শরদ পাওয়ার।
ক মাস আগে লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে অপ্রত্যাশিতভাবে দারুণ ফল করেছিল শরদ পাওয়ারের দল। ভাইপো অজিত পাওয়ার বিদ্রোহ করে দল ভাঙিয়ে বিজেপির হাত ধরলেও, ভোটাররা শরদ পাওয়ারের পাশেই দাঁড়িয়েছেন। আসন্ন মহারাষ্ট্র নির্বাচনেও পাল্লা ভারী শরদ পাওয়ারের নেতৃত্বে লড়া ইন্ডিয়া জোটের। অন্তত ভোট সমীক্ষকরা তেমনই বলছেন।
দেখুন