প্রয়াত গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Former Gujarat CM Vijay Rupani)। এয়ার ইন্ডিয়ার (Air India Flight AI171 Plane Crash) যে বিমানটি ভেঙে পড়ে, সেখানেই ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। লন্ডনে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রূপানি। কিন্তু মেয়ের কাছে পৌঁছনোর আগেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর খবর মেলে। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটিতে বেশ কিছু ভিভিআইপি যাত্রী যেমন ছিলেন, তেমনি ব্রিটিশ নাগরিকরাও ছিলেন। পর্তুগালের ৭ জন ছিলেন এবং একজন ছিলেন কানাডার নাগরিক। ফলে প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে এয়ার ইন্ডিয়ার ওই অভিশপ্ত বিমান থেকে একজন বেঁচে ফেরেন। ব্রিটিশ নাগরিক ওই বছর ৪০-এর ব্যক্তি কার্যত ঐশ্বরিকভাবে বেঁচে ফেলেন ভয়াবহ বিমান দুর্ঘটনার হাত থেকে। তবে জীবিত নেই অভিশপ্ত বিমানের ২৪১ জন। প্রত্যেকেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। সেই তালিকায় যুক্ত হল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানির নামও।
বিজয় রূপানি প্রয়াত বলে ট্যুইট করেন বিজেপির নেতা সম্বিত পাত্র...
BJP MP Sambit Patra tweets, "The news of the tragic demise of former Chief Minister of Gujarat and senior member of the BJP family, Vijay Rupani ji, in the unfortunate plane crash in Ahmedabad is extremely painful and heart-wrenching. His departure is an irreparable loss not… pic.twitter.com/QoloSviZhf
— ANI (@ANI) June 12, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)