Wedding Card of Parineeti & Raghav: প্রকাশ্যে এল পরিণীতি ও রাঘবের বিয়ের কার্ড, কবে বসছে বিয়ের আসর জেনে নিন এক ক্লিকে

আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে ইতিমধ্যেই বাগদান সেরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত ১৩ জুন সম্পন্ন হয়েছে আংটি বদল অনুষ্ঠান। এবার প্রকাশ্যে এল বিয়ের কার্ড।

Parineeti Chopra and Raghav Chadha's Wedding Invitation Card Photo Credit: Instagram@Showsha

জল্পনার অবসান,  অবশেষে ফাঁস হল বিয়ের দিন। আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সঙ্গে ইতিমধ্যেই বাগদান সেরেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত ১৩ জুন সম্পন্ন হয়েছে আংটি বদল অনুষ্ঠান। কিন্তু কবে সাত পাঁকে বাধা পড়ছেন সেই নিয়ে মুখে কুলুপ এটেছিলেন দুজনেই। সব অপেক্ষার অবসান করে অবশেষে স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে এল রাঘব-পরিণীতির বিয়ের কার্ড।

বিয়ের অনুষ্ঠান শুরু ২৩ সেপ্টেম্বর। সেদিন সকাল ১০টায় থাকছে পরীর চূড়া সেরেমনি, এরপরে থাকছে দ্বিপ্রাহরিক আহার। সন্ধে ৭টা থেকে থাকবে পার্টি, পার্টির থিম হতে চলেছে নাইনটিস। হাজির থাকবেন বর ও কনের দুই পরিবারের অতিথিরা।তবে নিমন্ত্রিতদের তালিকায় কারা থাকবেন তা অবশ্য এখনও জানা যায়নি।

২৪ সেপ্টেম্বর ছাদনাতলায় বসবেন আম আদমি পার্টির নেতা ও প্রিয়াঙ্কতা চোপড়ার আদরের বোন

শোনা যাচ্ছে বাগদান পর্বের মতোই বিয়েরও থিম মুক্ত। বোঝাই যাচ্ছে সাদা ও সোনালি রঙে সাজানো হবে গোটা চত্ত্বর। বর কনের পরনেও থাকবে সাদা পোশাক।উদয়পুর প্যালেসেই বসবে রাজকীয় বিয়ের আসর।

 

View this post on Instagram

 

A post shared by Showsha (@showsha_)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now