Jhalak Dikhhla Jaa 10 Winner: তিন প্রতিযোগীর মধ্যে জোরদার টক্কর, বিজেয়ী শিরোপা ছিনিয়ে নিল কে?

 মুম্বই, ২৭ নভেম্বরঃ রবিবার, ২৭ নভেম্বর আয়োজিত হয়েছিল জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা জা’ সিজিন ১০ (Jhalak Dikhhla Jaa 10 Grand Finale) এর গ্র্যান্ড ফিনালে। টপ ট্রি প্রতিযোগী ছিলেন টেলিভিশন তারকা রুবিনা দিলাইক (Rubina Dilaik), সোশ্যাল মিডিয়া সেনসেশন ফেইজল শেখ (Faisal Shaikh) এবং গুঞ্জন সিনহা Gunjan Sinha। তিন দুর্দান্ত প্রতিযোগীর মধ্যে একজন বিজেতা বাছাই করা নেহাতই অসাধ্য সাধন। তবে বিজয়ী ট্রফি ঘরে নিয়ে যাবে একজনই। রুবিনা এবং ফেইজলকে পিছনে ফেলে ‘ঝলক দিখলা জা ১০’ এর (Jhalak Dikhhla Jaa 10 Winner) বিজয়ী প্রতিযোগী হলেন গুঞ্জন সিনহা। ট্রফির সঙ্গে ঘরে নিয়ে গেলেন নগদ ২০ লক্ষ টাকা।

দেখুনঃ 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now