Bachchan Pandey Release Dates: বচ্চন পান্ডে থেকে হিরোপান্তি টু-তড়প, জানা গেল বলিউডের তিনটে বড় ছবির রিলিজ ডেট

করোনা দুনিয়ার জাঁতাকলে আটকে পড়া বলিউডের তিনটি বড় সিনেমার মুক্তির দিন সামনে এল। তারা সুতারিয়া, অহম শেঠির বহু প্রতীক্ষিত সিনেমা 'তড়প'রিলিজ করবে চলতি বছর ৩ ডিসেম্বর। আগামী বছর মার্চের ৪ তারিখ রিলিজ করবে অক্ষয় কুমার-জ্যাকলিন ফার্নান্ডের 'বচ্চন পাণ্ডে' আর টাইগার শ্রফের অ্যাকশন থ্রিলার সিরিজ হিরোপন্তি টু রিলিজ করবে আগামী বছর ৬ মে। এই তিনটি সিনেমা সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা সংস্থার ছবি।

Akshay Kumar (Photo Credit: Akshay Kumar Fan Page/Instagram)

করোনা দুনিয়ার জাঁতাকলে আটকে পড়া বলিউডের তিনটি বড় সিনেমার মুক্তির দিন সামনে এল। ওটিটিতে নয়, সিনেমা হলেই মুক্তি পাবে এই সিনেমাগুলি। তারা সুতারিয়া, অহম শেঠির বহু প্রতীক্ষিত সিনেমা 'তড়প' (Tadap) রিলিজ করবে চলতি বছর ৩ ডিসেম্বর। আগামী বছর মার্চের ৪ তারিখ রিলিজ করবে অক্ষয় কুমার-জ্যাকলিন ফার্নান্ডের 'বচ্চন পাণ্ডে' (Bachchan Pandey)আর টাইগার শ্রফের অ্যাকশন থ্রিলার সিরিজ 'হিরোপন্তি টু' (Heropanti 2) রিলিজ করবে আগামী বছর ৬ মে। এই তিনটি সিনেমা সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা সংস্থার ছবি। আরও পড়ুন: এখন হাজারও বিতর্ক-বড় সেলেব, ছোটবেলার ছবিতে কঙ্গনা রানওয়াতকে চিনতে পারছেন!

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)