বৃদ্ধকে হ্যানিট্রাপে ফেলে ব্ল্যাকমেলিং ও তোলাবাজির অভিযোগ, পুরুষবন্ধু সমেত ধৃত অভিনেত্রী

একজন বৃদ্ধকে হ্যানিট্রাপে ফেলে ব্ল্যাকমেলিং করে টাকা আদায়ের অভিযোগে পুরুষবন্ধু সমেত ধরা পড়ল এক অভিনেত্রী। মালায়ালম টিভি সিরিয়ালের ওই অভিনেত্রীর নাম নিত্যা সসী। আর তার পুরুষ বন্ধুর নাম বিনু।

Photo Credits: Twitter@@Onmanorama

একজন বৃদ্ধকে হ্যানিট্রাপে (Honey Trapping) ফেলে ব্ল্যাকমেলিং করে টাকা আদায়ের অভিযোগে পুরুষবন্ধু সমেত ধরা পড়ল এক অভিনেত্রী।  মালায়লম টিভি সিরিয়ালের ওই অভিনেত্রীর নাম নিত্যা সসী (Malayalam TV Actress Nithya Sasi)। আর তার পুরুষ বন্ধুর নাম বিনু।

অভিযোগ, ওই অভিনেত্রী ৭৫ বছরের এক অবসরপ্রাপ্ত বৃদ্ধ মানুষের সঙ্গে দেখা করে। তার তাঁকে একটি বাড়িতে নিয়ে গিয়ে জোর করে নগ্ন করে ছবি তুলে টাকা দেওয়ার জন্য চাপ দেয়। এই কাজে তার সহযোগী ছিল বিনু। ওই বৃদ্ধের থেকে ২৫ লক্ষ টাকা দাবি করা হলেও তিনি মাত্র ১১ লক্ষ টাকা দিয়েছিলেন।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now