Sussanne Khan-Arslan Goni: মিলল না ভিতরে প্রবেশের অনুমতি, বিমানবন্দরে ঢোকার মুখ থেকে ফিরলেন সুজান-আর্সলন, দেখুন ভিডিয়ো

শনিবার মুম্বই বিমানবন্দরে উড়ান ধরতে আসেন অভিনেতা হৃত্বিক রোশনের প্রাক্তন পত্নী সুজান খান এবং তাঁর প্রেমিক আর্সলন। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা আটকে দিলেন যুগলকে। মিলল না ভিতরে প্রবেশের অনুমতি।

Sussanne Khan-Arslan Goni (Photo Credits: Instagram)

বিমানবন্দরে এসেও ফিরে যেতে হল সুজান খান এবং প্রেমিক আর্সলন গোনিকে (Sussanne Khan-Arslan Goni)। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা আটকে দিলেন যুগলকে। মিলল না ভিতরে প্রবেশের অনুমতি। শনিবার মুম্বই বিমানবন্দরে উড়ান ধরতে আসেন অভিনেতা হৃত্বিক রোশনের প্রাক্তন পত্নী সুজান  খান এবং তাঁর প্রেমিক আর্সলন। কিন্তু বিমানবন্দরে ঢোকার মুখে চেকিংয়ের সময়ে দেখেন যুগল খেয়াল করেন, পাসপোর্ট বাড়িতে ফেলে চলে এসেছেন তাঁরা। বিমানবন্দরের মুখ থেকেই ফিরে আসতে হল সুজান এবং আর্সলনকে।

আরও পড়ুনঃ স্ত্রী সুরার হাত ধরে মুম্বই বিমানবন্দরে আরবাজ, নবদম্পতির মধুচন্দ্রিমার গন্তব্য কোথায়?

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)