Aditya Roy Kapur New Look: অনন্যার সঙ্গে প্রেমে বিচ্ছেদ, চুল-দাড়ির ভোল বদলে ফেললেন আদিত্য রয় কপূর

চাপ দাঁড়িতে আগেও একাধিকবার দেখা গিয়েছে আদিত্যকে। তবে এইবারের লুকে যেন নতুনত্য খুঁজে পাচ্ছে তাঁর ভক্তরা।

Aditya Roy Kapur New Look (Photo Credits: Instagram)

বিদেশের অলিগলি থেকে বলিউডের বিভিন্ন পার্টি একসঙ্গে কত সময়ই কাটিয়েছেন প্রেমে মশগুল জুটি আদিত্য রয় কপূর এবং অনন্যা পাণ্ডে। তবে এখন তাঁরা একে অপরের প্রাক্তনের তালিকায়। আদিত্যর সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা মন খারাপের পালা চললেও সেখান থেকে বেরিয়ে এসেছেন নায়িকা। এও খবর, নতুন মনের মানুষও খুঁজে পেয়েছেন চাঙ্কি কন্যা। অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানেই মাঝেই প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর প্রেমে পড়েছেন অনন্যা। তবে আদিত্যর নতুন কোন প্রেমের গুঞ্জন এখনও শোনা যায়নি। শুক্রবার পাপারাৎজির ক্যামেরাবন্দি হন অভিনেতা (Aditya Roy Kapur)। এক্কেবারে নতুন লুকে এদিন ধরা দিলেন 'নাইট ম্যানেজার'। চাপ দাঁড়িতে আগেও একাধিকবার দেখা গিয়েছে আদিত্যকে। তবে এইবারের লুকে যেন নতুনত্য খুঁজে পাচ্ছে তাঁর ভক্তরা। ভোল বদলেছেন চুলেরও। অভিনেতার এমন উষ্ণ লুকে ফিদা তাঁর মহিলা ভক্তরা।

আদিত্যর ভোলবদল... 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)