Ankita Lokhande and Nia Sharma Hot Dance Video: হটনেস নাকি অশ্লীলতা! সামর্থের জন্মদিন পার্টিতে অঙ্কিতা-নিয়ার উষ্ণ নাচে সমালোচনার ঝড়, দেখুন ভিডিও
সামর্থের জন্মদিন অনুষ্ঠানের অন্দরমহলের কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তেমনই এক ভিডিওতে দেখা যাচ্ছে, দুই হট টেলি তারকা অঙ্কিতা এবং নিয়া 'ওয়াখরা সোয়াগ' গানের তালে নেচে হটনেস ছড়াচ্ছেন।
টেলিভিশন তারকা সামর্থ জুরেলের জন্মদিন পার্টিতে (Samarth Jurel Birthday) দেদার উল্লাস। টেলিভিশন তারকাদের ভিড়ে জমজমাট সামর্থের বার্থ ডে পার্টি। ৩০ এপ্রিল ছিল 'লাফটার শেফস ২' তারকার ২৫'তম জন্মদিন। জন্মদিন উদযাপনে জমকালো আয়োজন করেছিলেন সামর্থ। অঙ্কিতা লোখান্ডে, নিয়া শর্মা, এলভিস যাদব, মনীষা রানি, মুনাওয়ার ফারুকি, ভিকি জৈন, ভারতি সিং, হর্ষ-সহ এক ঝাঁক টেলি তারকা উপস্থিত ছিলেন সামর্থকের জন্মদিনের পার্টিতে। নাচ, গান, খাওয়া-দাওয়া সব মিলিয়ে দেদার উল্লাসে রাত কেটেছে তারকাদের। সামর্থের জন্মদিন অনুষ্ঠানের অন্দরমহলের কিছু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তেমনই এক ভিডিওতে দেখা যাচ্ছে, দুই হট টেলি তারকা অঙ্কিতা এবং নিয়া 'ওয়াখরা সোয়াগ' গানের তালে নেচে হটনেস ছড়াচ্ছেন। দুই নায়িকার বোল্ড লুকে কুপোকাত নেটবাসী। তবে নেটিজেনের একাংশ আবার 'অশ্লীল' বলেও মন্তব্য করেছেন।
অঙ্কিতা এবং নিয়ার হটনেসে ক্লিন বোল্ড নেটবাসীঃ
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)