Avneet Kaur-Tom Cruise: মিশন ইম্পসিবলের সেটে টম ক্রুজের সঙ্গে অবনীত, তবে কি বলি তারকার হলিউড ছবির স্বপ্নপূরণ

তবে কি হলিউড তারকা টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগ করে দেওয়ার সুযোগ পেয়েছেন বলিউডের অবনীত! জল্পনা তৈরি হয়েছে নেটপাড়ায়।

Avneet Kaur's starstruck moment with Tom Cruise (Photo Credits: Instagram)

হলিউড সুপারস্টার টম ক্রুজের (Tom Cruise) সঙ্গে সাক্ষাৎ বলিউডের উঠতি অভিনেত্রীর অবনীত কৌরের (Avneet Kaur)। টমের আসন্ন ছবি 'মিশন ইম্পসিবলঃ দ্য ফাইনাল রেকনিং'-এর (Mission: Impossible – The Final Reckoning) সেটে দেখা গেল অবনীতকে। এ যেন এক স্বপ্ন। নিজেই বিশ্বাস করতে পারছেন না ২৩ বছরের অভিনেত্রী। টমের সঙ্গে সাক্ষাৎপর্বের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিজের স্বপ্নপূরণ হওয়ার অভিজজ্ঞতা জানালেন টিকু ওয়েডস শেরু অভিনেত্রী। অবনীত লেখেন, 'আমি এখনও নিজেকে চিমটি কাটছি। টম ক্রুজ অভিনীত মিশন ইম্পসিবলের সেটে যাওয়ার এক দুর্দান্ত সুযোগ পেয়েছি আমি'। সেই সাক্ষাৎ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হবে ২০২৫ সালের ২৩ মে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেই উল্লেখ করেন তিনি।

আরও পড়ুনঃ গাঁটছড়া বাঁধতে চলেছেন ইয়ারিয়া অভিনেতা হিমাংশ কোহলি, নেহা কক্করের প্রাক্তনের মেহেন্দি অনুষ্ঠানের ছবি দেখুন

টম ক্রুজের সঙ্গে অবনীত কৌর... 

 

View this post on Instagram

 

A post shared by Avneet Kaur (@avneetkaur_13)

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)