কবিতা লিখলেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। পুরুষদের (Men) সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়াকে উপজীব্য করে কবিতা (Poem) লিখলেন লেডিস হার্টথ্রব। সম্প্রতি পুরুষদের গ্রুমিং সংক্রান্ত একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা (Actor)। সেই সংস্থার জন্যই পুরুষদের সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দিতে একটি ভিডিও (Video) বানানো হয়েছে। যে ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। বিশেষত ইনস্টাগ্রামে ভাইরাল (Viral) হয়ে উঠছে ওই ভিডিওটি।
অসাধারণ উপস্থাপনের জন্য দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা। কীভাবে একজন পুরুষ সত্যিকারের ভদ্রলোক হিসেবে নিজেকে মেলে ধরতে পারেন তার সুন্দর বর্ণনা রয়েছে ভিডিওতে। অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কবিতাটি পাঠ করেছেন তিনি। দর্শক (Viewers) টানতে কবিতা পাঠে কোন অংশেই খামতি রাখেননি তিনি। অভিনেতাকে এই ভিডিওতে আলোচনা করতে শোনা গিয়েছে সমাজে পুরুষদের নিয়ে চলতি কিছু বদ্ধমূল ধারণায় বদল আনার বিষয়ে কণ্ঠ ছাড়তে। অভিনেতা বলেছেন, পুরুষরাও রঙ গোলাপী (Pink) পছন্দ করতে পারে। গলা ছেড়ে কাঁদতে পারে। আরও পড়ুন: Man Arrested For Eating Sandwich On Rail Platform: রেলের প্ল্যাটফর্মে স্যান্ডউইচ খাওয়ায় গ্রেফতার ব্যক্তি! ভাইরাল ভিডিও
View this post on Instagram
ভিডিও নিয়ে আয়ুষ্মান বলেছেন, পুরুষরাও অত্যাচারের শিকার হয়। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস (International Men's Day)। তার আগে এই ভিডিওটি আপনাকে একজন প্রকৃত ভদ্রলোকের যথার্থতা অনুসন্ধান করতে সাহায্য করবে।