Raksha Bandhan 2023: পাটানার জনপ্রিয় অনলাইন টিউটর খান স্যারের হাতে ৭০০০ রাখি বাঁধলেন শিক্ষার্থীরা, দেখুন ভিডিও

রাখি বন্ধন উপলক্ষে পাটনায় এক জনপ্রিয় অনলাইন শিক্ষক, খান স্যার, তাঁর সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে রাখি বন্ধনের উৎসব আয়োজন করেন। এদিন খান স্যারের হাতে প্রায় ৭,০০০ রাখি বেঁধেছেন তাঁর ছাত্রীরা।

Popular online teacher Khan Sir

নয়াদিল্লি: রাখি বন্ধন উপলক্ষে পাটনার এক জনপ্রিয় অনলাইন শিক্ষক, খান স্যার, তাঁর সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে রাখি বন্ধনের উৎসব আয়োজন করেন। এদিন খান স্যারের হাতে প্রায় ৭,০০০ রাখি বেঁধেছেন তাঁর ছাত্রীরা। জনপ্রিয় শিক্ষক (Popular Online Tutor Khan Sir) তাঁর কোচিং সেন্টারে এই রাখি বন্ধন (Raksha Bandhan) অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই বিভিন্ন ব্যাচের ১০,০০০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। খানের দাবি, 'এটি  বিশ্ব রেকর্ড, কারণ এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি।' অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা খান স্যারকে বিশ্বের সেরা শিক্ষক, গুরু এবং ভাই হিসেবে অভিনন্দন জানান। কিছু শিক্ষার্থী সারা জীবন খান স্যারের হাতে রাখি বেঁধে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন।  আরও পড়ুন :  Raksha Bandhan 2023: আরতি করে বোনের হাতে রাখি পড়ালেন দাদা হৃতিক, সেই ছবি শেয়ার করলেন বোন পশমিনা (দেখুন সেই ছবি)

দেখুন ভিডিও