Shocking Video: বাস ভাড়া না থাকায় ট্রাইসাইকেল ঠেলে ১৭০ কিলোমিটার দূরে পাতানো মেয়ের কাছে গেলেন বিশেষ চাহিদাসম্পন্ন বৃদ্ধা! মর্মান্তিক ভিডিয়ো
Photo Credits: Twitter@shubhamrai80

রাজগড়: সোশ্যাল মিডিয়ার সৌজন্যে প্রায় প্রতিদিনই নতুন নতুন ছবি ও ভিডিয়ো ভাইরাল হতে দেখি আমরা। যার মধ্যে কিছু আমাদের আনন্দ দেয় তো কিছু কাঁদায়। বুধবার এমন এই একটি ভিডিয়ো পোস্ট হয়েছে টুইটারে যা দেখে কেঁদে ফেলেছেন অনেক নেটিজেনই। অনেকে আবার একেই মাতৃত্বের টান বলে অভিহিত করেছেন।

ভিডিয়োটি পোস্ট করে শুভম রাই নামে এক টুইটারাট্টি লিখেছেন, বাস ভাড়া (bus fare) দেওয়ার টাকা ছিল না। তাই মধ্যপ্রদেশের (Madhya Pradesh) অশোকনগর (Ashok nagar) জেলা থেকে নিজের পাতানো মেয়ের বাড়ি যাওয়ার জন্য ট্রাইসাইকেলে (tricycle) মালপত্র বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছিলেন লিখিয়া বাই নামে বিশেষ চাহিদাসম্পন্ন এক বৃদ্ধা।

তারপর প্রচণ্ড রোদের মধ্যে সাতদিন ধরে ট্রাইসাইকেল ঠেলতে ঠেলতে অবশেষে ১৭০ থেকে ১৮০ কিলোমিটার দূরে রাজগড় (Rajgarh) জেলায় অবস্থিত পাতানো মেয়ে বাড়িতে (daughter) উপস্থিত হন তিনি। আরও পড়ুন: Kejriwal & Akhilesh Yadav On Centre's Ordinance: অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ কেজরিওয়ালের, ভিডিয়োতে শুনুন অখিলেশ যাদবের বক্তব্য

দেখুন ভিডিয়ো: