Emraan Hashmi: ইমরান হাশমির ভিডিয়োতে মন্তব্যের ঝড়
বলিউড অভিনেতা ইমরান হাশমি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন
নয়াদিল্লি: বলিউড অভিনেতা ইমরান হাশমি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেছেন।ভিডিয়োটিতে দেখা যাচ্ছে তিনি ওয়ার্কআউট করছেন। হাশমির ট্যানড শরীর তাঁর অধিনায়াক চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলেছ, যা দেখে অনেকেরই চোখ ধাঁধানোর অবস্থা।
হাসমি টুইট করা ভিডিয়োতে লিখেছেন, ‘লাস্ট সেট হো গেয়া আব তো বেঞ্চ ছোড়।’ এতে অনেক টুইট ব্যবহারকারী বিভিন্ন মজার মজার মন্তব্য করেছেন।কিছু ব্যবহারকারী আবার এই টুইটটিকে 'বেন স্টোকস'-এর মতো শব্দের সঙ্গে তুলনা করেছেন।
দেখুন টুইট