Viral Divorce Milk Bath Video: ডিভোর্সের পর চার বালতি দুধ গায়ে ঢেলে স্নান করে নিজেকে শুদ্ধ করলেন অসমের (Assam) এক ব্যক্তি। মানিক আলি (Manik Ali) নামের সেই ব্যক্তির ৪০ লিটার দুধ নিজের গায়ে ঢেলে পবিত্র স্নানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অসমের নলবাড়ি জেলার এক গ্রামের বাসিন্দা মানিক আলি অভিযোগ করে বলেন, তার স্ত্রী দুবার তাকে ছেড়ে ওর প্রেমিকদের সঙ্গে চলে গিয়েছে। কিন্তু তারপরেও তার স্ত্রী পরে তার কাছে ফিরে এসেছিল, এবং ক্ষমা করে ঘরে তোলেন। কারণ তাদের কন্য়া সন্তান আছে। কিন্তু ফের অন্য পুরুষের হাত ধরলে এবার সরাসরি ডিভোর্স দিলেন মানিক। ডিভোর্সের স্বস্তিতে দুধস্নান করা মানিক বললেন, "আগের মত এবারও আমার স্ত্রী একই ভুল করেছে। প্রতারণা করাটা ওর স্বভাব হয়ে গিয়েছে। তাই এবার আমি আইনী পথে হেঁটে ওকে ডিভোর্স দিই।"
চার বালতি দুধে স্নান করে নিজেকে স্বাধীন ঘোষণা মানিক আলির
নিজের দুধস্নান নিয়ে মানিকের বক্তব্য, " আইনি প্রক্রিয়া শেষে আমাদের বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয়েছে। তাই ঠিক করলাম, এই সময়টাকে স্মরণীয় করে রাখতে সবার সামনে (ক্য়ামেরার সামনে) চার বালতি দুধে স্নান করব। আজ থেকে আমি স্বাধীন। এতদিন আমার মধ্যে একটা বোঝা ছিল। সেইসব আজ ধুয়ে গেল।"
দেখুন ডিভোর্সের পর কীভাবে দুধস্নান করলেন অসমের মানিক আলি
The incident is of Baraliyapar village in Assam's Nalbari district. The man, identified as Manik Ali, performed the unusual act as a symbolic gesture of cleansing and emotional release after being granted divorce from his wife.
Manik said, "My wife eloped with her lover twice,… pic.twitter.com/9KFhG1kiLV
— ForMenIndia (@ForMenIndia_) July 13, 2025
নিজের প্রাক্তন স্ত্রীকে নিয়ে কী বললেন মানিক
মানিক জানিয়েছেন, এর আগেও তার প্রাক্তন স্ত্রী অন্য ছেলেদের সঙ্গে পালিয়েছিল, কিন্তু নিজের মেয়েকে রেখে গিয়েছিল। তবে এবার নিজের মেয়েকে নিয়েই সে অন্য পুরুষের হাত ধরে পালিয়েছে।