Bhoot Chaturdashi Significance: ভূত চতুর্দশীতে কেন খেতে হয় ১৪ শাক, গৃহস্থের দ্বারে কেন ১৪ প্রদীপ জ্বলে?

আজ ধনতেরাস। রাত পোহালেই ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)। ইতিমধ্যেই আসন্ন আলোর উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতেছে বাঙালি। আজ ধনলক্ষ্মী ও কুবেরের পুজোর পর আগামী কাল পরলোকগত পূর্বপুরুষদের জন্য ১৪ প্রদীপ জ্বলবে গৃহস্থের বাড়ির দরজায়।

Bhoot Chaturdashi Wishes (Photo Credit: File Photo)

আজ ধনতেরাস। রাত পোহালেই ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)। ইতিমধ্যেই আসন্ন আলোর উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতেছে বাঙালি। আজ ধনলক্ষ্মী ও কুবেরের পুজোর পর আগামী কাল পরলোকগত পূর্বপুরুষদের জন্য ১৪ প্রদীপ জ্বলবে গৃহস্থের বাড়ির দরজায়। কথিত রয়েছে, চামুণ্ডারূপী চৌদ্দ ভূত দিয়ে অশুভ শক্তিকে ভক্তের বাড়ি থেকে তাড়ানোর জন্যে মা কালী নেমে আসেন মর্ত্যে। 'ভূত চতুর্দশী' সম্পর্কে এই তথ্য (Information) তো আপনার জানা। এটা মূলত বাঙালি হিন্দুর উৎসব। কারণ বাংলা ছাড়া ভারতের অন্যান্য রাজ্যে হিন্দুরা সেভাবে এই 'ভূত চতুর্দশী' উদযাপন করে না। পশ্চিম ভারতে এই তিথিকে ‘নরক চতুর্দশী’(Naraka Chaturdashi) বলে। আরও পড়ুন- Happy Dhanteras 2021 Greetings: ধনতেরাসের শুভ লগ্নে প্রিয়জনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা

আজ মর্ত্যবাসীরা মাকালীর সঙ্গে আসা ভূতপ্রেতদের দূরে রাখতে ১৪ শাক খেয়ে, ১৪ প্রদীপ জ্বালিয়ে এবং ১৪ ফোঁটা দিয়ে এই তিথিকে উদযাপন করে থাকে। এই ১৪ শাক হল- ওল, বেতো, সরষে, নিম, গুলঞ্চ, শুষণী, হিলঞ্চ, জয়ন্তী, শাঞ্চে, কালকাসুন্দে, পলতা, ভাটপাতা, কেঁউ, এবং শৌলফ।