জানেন কী মহিলাদের শাড়িতে এবার অভিনন্দন বর্তমান?

ফ্যাশন(Fashion) তো ইউনিকই হয়, আর সেই ইউনিক ফ্যাশন যদি আপনার দৈনন্দিন জীবনেও দেশভক্তির পরাকাষ্ঠা হয়ে ওঠে তাহলে তো কথাই নেই। এমনটাই ঘটেছে বীর সেনানি অভিনন্দন বর্তমানকে ঘিরে। তাঁর ছবি আর সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical strike)ছবি দিয়ে ছাপানো হল শাড়ি(Saree)।

অভিনন্দন শাড়ি(Photo Credit: PTI)

ফ্যাশন(Fashion) তো ইউনিকই হয়, আর সেই ইউনিক ফ্যাশন যদি আপনার দৈনন্দিন জীবনেও দেশভক্তির পরাকাষ্ঠা হয়ে ওঠে তাহলে তো কথাই নেই। এমনটাই ঘটেছে বীর সেনানি অভিনন্দন বর্তমানকে ঘিরে। তাঁর ছবি আর সার্জিক্যাল স্ট্রাইকের (Surgical strike)ছবি দিয়ে ছাপানো হল শাড়ি(Saree)। সুরাটের ব্যবসায়ীদের এই পরিকল্পনার অভিনবত্বে চমক যে রয়েছে তানিয়ে কোনও সন্দেহই নেই।সুরাটের অন্নপূর্ণা মিলের(Surat Annapurna mill) কর্মীরা এর আগেও এমন অভিনব কাজ করেছেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ গিয়েছিল চল্লিশেরও বেশি ভারতীয় সিআরপিএফ জওয়ানের(CRPF Jawans)। সেই ঘটনার ঠিক ১২ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা। ১২টি মিরাজ ২০০০ ফাইটার জেটের সার্জিক্যাল স্ট্রাইকে ধ্বংস হয় একাধিক জঙ্গিঘাঁটি। এরপর পাকিস্তানকে পালটা আক্রমণের সময় পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়েছিল অভিনন্দনের (Abhinandan Varthaman)যুদ্ধবিমান। তখনই তাঁকে আটক করে পাকসেনা। তারপর টানা ৫৮ ঘণ্টার টানাপোড়েন শেষে শুক্রবার বুক চিতিয়ে দেশে ফেরেন অভিনন্দন বর্তমান। ভারতে পা রাখার পর থেকেই তাঁকে ঘিরে উৎসবে মেতেছে গোটা দেশ। আর সময় ও পরিস্থিতির সঙ্গে পাল্লা দিয়ে অভিনব ব্যবসায়িক ফন্দি এঁটেছেন সুরাটের একশ্রেণির ব্যবসায়ী। বায়ুসেনার পাইলটকে অনন্য সম্মান দিতে এবং তাঁর বীরগাথা স্মরণে রাখতে তাঁরা বাজারে এনেছেন অভিনন্দন শাড়ি(Abhinandan Saree)। না, শুধুই সাহসী পাইলটের মুখ নয়, সেখানে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইক থেকে অভিনন্দনের সাহসী অভিযানের নানা মুহূর্ত ধরা পড়েছে। তবে নেহাত ব্যবসার স্বার্থে নয়, অন্নপূর্ণা মিলের ব্যবসায়ীরা জানাচ্ছেন, দেশের বীর সন্তানকে সম্মান জানাতেই এই প্রয়াস। তাঁদের এমন উদ্যোগ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।

কাশ্মীর থেকে কন্যাকুমারী। অভিনন্দনকে অভিনন্দন জানাচ্ছে গোটা দেশ। কেউ সোশ্যাল মিডিয়ায় সাহসী বায়ুসেনা পাইলটের ছবি এঁকে পোস্ট করছেন, তো কোথাও সদ্যোজাতর নাম রাখা হচ্ছে তাঁর নামে। তবে মহিলা মহলে অভিনন্দনের নামে শাড়ি সাড়া ফেলবে বলেই মনে করে ওয়াকিবহাল মহল।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now