International Mother Language Day 2024: একুশের প্রেরণায় আজও বাঙালিকে পথ দেখায়, প্রিয়জনদের পাঠিয়ে দিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা বার্তা

রক্ত দিয়ে ভাষার জন্য লড়াই আজও মানুষের মনে শিহরণ জাগায়।

International Mother Language Day (File Image)

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day 2024)। রক্ত দিয়ে ভাষার জন্য লড়াই আজও মানুষের মনে শিহরণ জাগায়। একুশের প্রেরণায় আজও বাঙালিকে পথ দেখায়। একুশে ফেব্রুয়ারি সংগ্রাম বাঙালির জীবনে অপরিসীম শ্রদ্ধা ও আবেগের বিষয়। এদিন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) পালন হয়। মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি আপনার প্রিয়জনদের পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা।

দেখুন

International Mother Language Day Messages (File Image)

 

International Mother Language Day Messages (File Image)

 

International Mother Language Day Messages (File Image)

 

International Mother Language Day Messages (File Image)

 

১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মীরা পাকিস্তান সরকারের ভাষা নীতির বিরোধিতা করেন। নিজেদের মাতৃভাষাকে রক্ষা করতে পথে নামেন তাঁরা। দাবি ছিল, বাংলা ভাষাকে সেদেশের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে হবে। পুলিশ নির্মম অত্যাচার চালালেও তাঁদের প্রতিবাদ থামেনি। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র ও সমাজ কর্মীদের উপর পুলিশ যে নির্মমভাবে গুলি চালায় তাতে রফিক, সালাম, আব্দুল জব্বার, শফিউল, সালাম, বরকত-সহ আরও অনেক তরুণ শহিদ হন।