International Men's Day 2023: আন্তর্জাতিক পুরুষ দিবস কবে? কেন পালন করা হয় আন্তর্জাতিক পুরুষ দিবস?

আন্তর্জাতিক পুরুষ দিবস লিঙ্গ সমতার কথা বলে। তাছাড়া, একটি উন্নত ও নিরাপদ বিশ্ব তৈরির লক্ষ্যেও পালিত হয় দিনটি। পুরুষ দিবসের চূড়ান্ত লক্ষ্য হলো মৌলিক মানবিক মূল্যবোধ এবং পুরুষদের সচেতনতা প্রচার করা।

International Men's Day Photo Credit: File Photo

আজ আন্তর্জাতিক নারী দিবস। তবে বিশ্বে নারীদের পাশাপাশি পালিত হয় আন্তর্জাতিক পুরুষ দিবসও । প্রতি বছরের মতো এবারও সারা বিশ্বে ১৯ নভেম্বর পালিত হবে দিনটি। সমাজ, সম্প্রদায় ও নিজেদের পরিবারে পুরুষের অবদান, তাদের সুস্থতা ও স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার লক্ষ্যে উদযাপিত হয় এই দিবস।

১৯৯৪ সালে পুরুষ দিবস পালনের প্রস্তাব দেওয়া হলেও ষাটের দশক থেকেই এ নিয়ে লেখালেখি শুরু হয়। ১৯৬৮ সালে আমেরিকান সাংবাদিক জন পি হ্যারিস এই দিবসের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে নব্বইয়ের দশকে ১৯ নভেম্বরকে বিশ্বব্যাপী উদযাপন করা শুরু হয়।

১৯৯৯ সালে ত্রিনিদাদ এবং টোবাগোতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক ড. জেরোমে টিলুকসিং তার পিতার জন্মবার্ষিকী স্মরণে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন করেন। পুরুষের উদ্বেগের বিষয়গুলোকে সামনে আনতে এই দিনটিকে ব্যবহারের জন্য সবাইকে উৎসাহিত করেন তিনি।

আন্তর্জাতিক পুরুষ দিবস মূলত ৬টি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি। কর্মক্ষেত্রে অবদানের পাশাপাশি সমাজ, সম্প্রদায়, পরিবার, বিবাহ, শিশু যত্ন এবং পরিবেশে পুরুষদের অবদান উদযাপিত হয় এদিন। এছাড়া, পুরুষের সামাজিক, মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক সুস্থতার যত্ন নেওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচিত হয় এমনকি, নানা ক্ষেত্রে তাদের বৈষম্যের শিকার হওয়ার বিষয়ও তুলে ধরা হয় এদিন।আন্তর্জাতিক পুরুষ দিবস লিঙ্গ সমতার কথা বলে। তাছাড়া, একটি উন্নত ও নিরাপদ বিশ্ব তৈরির লক্ষ্যেও পালিত হয় দিনটি। পুরুষ দিবসের চূড়ান্ত লক্ষ্য হলো মৌলিক মানবিক মূল্যবোধ এবং পুরুষদের সচেতনতা প্রচার করা।

১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস বিশ্বব্যাপী উদযাপন করে পুরুষরা বিশ্ব, তাদের পরিবার এবং সম্প্রদায়ের কাছে যে ইতিবাচক বার্তা নিয়ে আসে। আমরা ইতিবাচক রোল মডেল হাইলাইট করি এবং পুরুষদের মঙ্গল সম্পর্কে সচেতনতা বাড়াই। ২০২৩ সালের জন্য আমাদের থিম হল "শূন্য পুরুষ আত্মহত্যা"। একসাথে আমরা পুরুষ আত্মহত্যা বন্ধ করতে পারি।

 

 

 



@endif