Independence Day 2021 Office Bay Decoration Ideas: তেরঙা রঙ্গোলি থেকে কাগজের কাজ, ১৫ অগাস্ট উপলক্ষ্যে অফিসকে সাজাবেন যেভাবে
চলতি বছরের স্বাধীনতা দিবসটা আমাদের সবার কাছে স্পেশাল। এবার আমাদের দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। দেখতে দেখতে আমাদের দেশের স্বাধীনতা ৭৫ বছরে পা দিচ্ছে। তাই ১৫ অগাস্ট, এবারের স্বাধীনতা দিবসে নিশ্চই অফিস বা কাজের জায়গাটা ভাল করে সাজানোর অতিরিক্ত তাগিদ থাকছে।
চলতি বছরের স্বাধীনতা দিবসটা আমাদের সবার কাছে স্পেশাল। এবার আমাদের দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। দেখতে দেখতে আমাদের দেশের স্বাধীনতা ৭৫ ( Independence Day 2021) বছরে পা দিচ্ছে। তাই ১৫ অগাস্ট, এবারের স্বাধীনতা দিবসে নিশ্চই অফিস বা কাজের জায়গাটা ভাল করে সাজানোর অতিরিক্ত তাগিদ থাকছে। করোনার এই কঠিন কালে নিজের অফিস বা কাজের জায়গাটা স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সাজিয়ে তুলুন। আসুন জেনে নেওয়া যাক কীভাবে সাজাতে পারেন অফিস বা কাজের জায়গা--
১) তেরঙ্গা ছাতা সাজানো
কাজের জায়গা বা ওয়ার্ক স্টেশনে ছাতা দিয়ে সাজানোটা আধুনিক যুগের নজরকাড়া জিনিস। দোকান থেকে ছাতা কিনে তা ভাল করে তেরঙায় সাজিয়ে দিলে অফিসের ভোল বদলে যায়।
২) তেরঙ্গা রঙ্গোলি
শুভ অনুষ্ঠান, বা কোনও পুজোয় আলপনা বা রঙ্গোলি দিয়ে ঘর সাজানোটা পুরনো রীতি। এবার সেটা স্বাধীনতা দিবসের ডেকোরেশনেও কাজে লাগানো যায়। অফিসে ঢোকার মুখে তেরঙ্গা রঙ্গোলি ভাল মানায়। তবে অফিসের সবচেয়ে বেশি ফাঁকা স্পেস যেখানে থাকে সেখানে
৩) তেরঙা পেন স্ট্যান্ড এবং জার
পেনের স্ট্যান্ডে তেরঙা দিয়ে সাজানো বা তার ওপর ছোট্ট একটা পতাকা লাগিয়ে রাখলে চোট্ট পরিবর্তনে অফিসের লুকে বদল আসে।
৪) তেরঙা সার্জিকাল মাস্ক
করোনা কালে বাইরে বের হলেই মাস্ক মাস্ট। আর যে কোনও উতসব অনুষ্ঠানে এখন মাস্ক পরে সামাজিক দূরত্ব বিধি মেনে পালন করা হচ্ছে। তাই মাস্কে একটু তেরঙার ছোঁয়া থাকলে স্বাধীনতা দিবসের থিমটা জাঁকিয়ে বসে। তবে মাস্কে জাতীয় পতাকা নয়। কারণ তাতে পতাকার অবমাননা হওয়ার কথা বলা হচ্ছে নানা মহল থেকে।
৫) কাগজের সাজ
কাগজ দিয়ে ঘর, অফিস সাজানোটা ভারতীয়দের ঐতিহ্যে যেন ঢুকে পড়েছে। ফেলে দেওয়া কাগজ থেকে কাগজের ফুল, মালা, তারা, প্রজাপতি, প্লেন বানিয়ে কাজের জায়গাটা বদলে ফেলা যায়। এখন থেকে হাত ঘোরালেই ইউ টিউবে দেশ বিদেশের অসাধারণ সব কাগজের সাজের ভিডিও চলে আসে। সেগুলো দেখে আধুনিক কিছু কাগজের সাজ দিয়েও অফিস সাজাতে পারেন।
যাই হোক, অফিস সাজানোর প্রস্তুতি শুরু করে দিন। হাতে তো তেমন একটা সময় নেই।