How To Remove Dark Circles: চোখের নীচের অবাঞ্ছিত কালো দাগ দূর করুণ মাত্র কয়েক মিনিটেই

রাতে দেরি করে ঘুমানো, অন্ধকারে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন দেখা, অত্যাধিক লবণ খাওয়া, ধূমপান, অ্যালকোহল সেবনের কারণে চোখের নীচে কালো ছোপ পড়ে।

Home Remedies to Remove Dark Circles (Photo Credits: Wikimedia Commons, Pexels, Max Pixel)

How To Remove Dark Circles: বর্তমানে আমাদের রোজকার কর্মব্যস্ত জীবন যাবনে চোখের নীচে কালি পড়ার (Dark Circles) মত ঘটনা খুব স্বাভাবিক। চোখের নীচে কালি কিংবা চোখের তোলায় ফোলা ভাব মহিলাদের সৌন্দর্যে যেন আঁচ সৃষ্টি করে। নিজেদের ত্বক নিয়ে মহিলারা খুবই সচেতন হন। সেখানে কোনরকম কোন দাগ ছোপ তাঁদের রাতের ঘুম পর্যন্ত কাড়তে পারে।

তবে চোখের নীচের কালো ছোপ যাকে ডার্ক সার্কেল (Dark Circles) বলা হয়, তার পিছনে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের অস্বাস্থ্যকর জীবন যাবনের হাত থাকে। রাতে দেরি করে ঘুমানো, অন্ধকারে শুয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন দেখা, অত্যাধিক লবণ খাওয়া, ধূমপান (Smoking), অ্যালকোহল সেবনের কারণে চোখের নীচে কালো ছোপ পড়ে। এ তো গেল অস্বাস্থ্যকর জীবন যাপনের অভ্যাস। তবে কারুর কারুর ক্ষেত্রে মানসিক চাপ বা স্ট্রেস, অ্যালার্জি, উদ্বেগের (Anxiety) মত শারীরিক সমস্যার কারণেও চোখের নীচে কালি পড়ে।

তবে চোখের নীচে পড়া কালো ছোপ নিয়ে আর দুশ্চিন্তার কোন কারণ নেই। ডার্ক সার্কেল তুলতে বাজার থেকে দামী দামী ক্রিম কিনে মাখার দিন শেষ। কয়েকটি সহজ ঘরোয়া পদ্ধতিতেই আপনার চোখের তোলার কালো দাগ এক্কেবারে হাওয়া হয়ে যাবে (How To Remove Dark Circles)।

১) শসা কিংবা আলু (Cucumber/Potato)

Cucumber (Photo Credits: Wikimedia Commons)

ডার্ক সার্কেল তুলতে শসা কিংবা আলুর জুরি মেলা চার। চাকা চাকা করে কেটে চোখের উপর লাগিয়ে রেখে দিন ১০-১৫ মিনিট। চাইলে জুস বের করে তুলোয় ভিজিয়ে তা চোখের উপর রেখে দিতে পারেন ১০-১৫ মিনিট। উপকার পাবেন।

২) গ্রিন টি (Green Tea)

Green Tea (Photo Credits: Wikimedia Commons)

গ্রিন টি ব্যাগ নিয়ে আগে তা ২০ মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুণ। তারপর ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে সেই জল তুলোয় করে নিয়ে ডার্ক সার্কেল এরিয়া এবং পুরো মুখে ভালো করে লাগান। সারা রাত রেখে পড়ের দিন সকালে জল দিয়ে মুখ ধুয়ে নিন।

৩) অ্যালোভেরা (Aloe Vera)

Aloe Vera (Photo Credits: Wikimedia Commons)

আজকাল কমবেশই প্রায় প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ রয়েছে। সেখান থেকে এক টুকরো অ্যালোভেরা কেটে এনে মুখে এবং চোখের নীচে ভালো করে লাগান। অন্ততপক্ষে ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন।