'টিকটক'-এর পর এবার পর্ন পোস্টে সতর্ক 'হ্যালো'
চিনের বাইটড্যান্স কোম্পানির তৈরি সোশ্যাল এন্টারটেমেন্ট অ্যাপ 'টিকটক' (TikTok) -নিয়ে বিতর্কের পর সতর্ক এই ধরনের নানা অ্যাপগুলি। টিকটক-এর মত গুগল প্লে স্টোরে বহু অ্যাপ রয়েছে।
চিনের বাইটড্যান্স কোম্পানির তৈরি সোশ্যাল এন্টারটেমেন্ট অ্যাপ 'টিকটক' (TikTok) -নিয়ে বিতর্কের পর সতর্ক এই ধরনের নানা অ্যাপগুলি। টিকটক-এর মত গুগল প্লে স্টোরে বহু অ্যাপ রয়েছে। যাদের মধ্যে রোপোসো (Roposo), মিউজিক্যালি (Musically), ভিভা ভিডিও (Viva Video), শেয়ার চ্যাট (Share Chat), স্ন্যাপ চ্যাট (Snap Chat), ড্যাবসম্যাশ (Dubsmash) প্রভৃতি। টিকটকের মত বাইটড্যান্স (Bytedance) কোম্পানির এই জাতীয় আরও একটা জনপ্রিয় অ্যাপ আছে। যার নাম-হ্যালো। জনপ্রিয়তার বিচার টিকটকের পরই আছে হ্যালো।
টিকটক ব্যানের মুখ থেকে ফিরে আসার পর চিনের এই কোম্পানি বেশ সতর্ক হ্যালো-কে নিয়ে। টিকটক-এর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল-পর্নগ্রাফিকে উত্॥সাহ দেওয়া। টাকার বিনিময়ে দেশের তরুণ প্রজন্মের মাঝে পর্নগ্রাফিক কনটেন্ট তৈরিতে মদত দেওয়া। আদালতের কাছে চূড়ান্ত সতর্কতা পাওয়ার পর টিকটক থেকে বহু পর্নগ্রাফিক কনটেন্ট ডিলিট করা হয়েছে। এবার হ্যালো অ্যাপেও গাইডলাইনভঙ্গকারী ৫০ লক্ষ পোস্ট সরিয়ে ফেলা হল। হ্যালো অ্যাপে-দেশের ১৪টি ভাষায় নানা মজাদার ভিডিও, পোস্ট শেয়ার করা হয়। আগেও সেইসব গাইডলাইন থাকলে, সেসব অগ্রাহ্য করে এইসব অ্যাপগুলিতে আপত্তির পোস্ট চলত। তাতে জনপ্রিয়তাও মিলত, বাড়বাড়ন্ত হত অ্যাপগুলির। টিকটক-এর পক্ষ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত তারা ৬০ লক্ষেরও বেশি কমিউনিটি গাইডলাইন ভঙ্গকারী পোস্ট ডিলিট করা হয়েছে।