Valentine's Day 2024: ভালোবাসার সপ্তাহে আজ ভ্যালেন্টাইন্স ডে, প্রিয় মানুষটিকে উপহারের সঙ্গে জানান এই মিষ্টি শুভেচ্ছা বার্তা

ভালোবাসার সপ্তাহে আজ ভ্যালেন্টাইন্স ডে, বছরের সবচেয়ে রোমান্টিক দিন।

Valentine's Day 2024 (File Image)

Valentine's Day: ভালোবাসার সপ্তাহে আজ 'ভ্যালেন্টাইন্স ডে' (Valentine Day 2024), বছরের সবচেয়ে রোমান্টিক দিন। প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় 'ভ্যালেন্টাইনস ডে'। ভালোবাসার জন্য বছরে এই একটা দিন বিশেষভাবে বরাদ্দ। বিশেষ দিনে ভালোবাসার মানুষকে উপহারের পাশাপাশি এই শুভেচ্ছা বার্তা জানান। আমরা আপনার জন্য নিয়ে এসেছি দারুন সব সুন্দর সুন্দর ভালোবাসায় ভরা বার্তা যা আপনারা প্রিয় মানুষটির মন কাড়বে।

দেখুন 

Valentine's Day Message (File Image)

 

Valentine's Day Messages (File Image)

 

Valentine's Day Message (File Image)

 

Valentine's Day Message (File Image)

 

ভালোবাসা দিবস নিয়ে একটি কথিত গল্প আছে, যে সেন্ট ভ্যালেন্টাইন (Saint Valentine)-কে ধর্ম প্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয়। কারাবাসে থাকার সময় তাঁর চিকিৎসার জাদুতে একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন। এরপর ফের রাজার রোষানলে পড়েন তিনি। তাঁকে ফাঁসিতে ঝোলানর নির্দেশ দেন সম্রাট। সেখানকার মানুষেরা তাঁকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে। আর সেটাই হল আজকের দিনটি। সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণেই আজ বিশ্বজুড়ে পালিত হয় 'ভ্যালেন্টাইনস ডে'।



@endif