Happy Pohela Boishakh 2022 Wishes: নতুন আলো গায়ে মেখে শুরু হোক পয়লা বৈশাখ, নববর্ষে প্রিয়জনদের জানান ভালবাসা
বড়দের প্রণাম করে, ছোটদের কোলাকুলি করে, মিষ্টি মুখ করে শুরু হয় বাঙালির বৈশাখ। কোথাও দোকানে হালখাতার ভিড় চোখে পড়ে, আবার কোথাও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, সবকিছু মিলিয়ে বৈশাখের প্রথম দিনকে সাজাতে ব্যস্ত আপামর বাঙালি।
Happy Poila Baisakh Wishes: পুরনোকে বিদায় দিয়ে সেজে উঠতে শুরু করেছে চারপাশ। আর কয়েক ঘণ্টা পরই নতুন আলোয় সেজে উঠবে চারপাশ। পুরনো সবকিছুকে পাশে সরিয়ে নতুন বছরকে (Pohela Boishakh ) স্বাগত জানাতে তৈরি বাঙালি। পাটভাঙা ধুতি, পাঞ্জাবি, শাড়িতে সেজে বর্ষ বরণের অপেক্ষায় প্রত্যেকে। নববর্ষের সকালে ফুলকো লুচি, বেগুন ভাজা, কিংবা সাদা আলুর তরকারি থেকে শুরু করে দুপুরে কচি পাঁঠার ঝোল কিংবা ইঁচোড়ের তরকারি, চাটনি কিংবা বাসন্তী পোলাও, বাঙালির খাবারের মেনু এক্কেবারে তৈরি।
বড়দের প্রণাম করে, ছোটদের কোলাকুলি করে, মিষ্টি মুখ করে শুরু হয় বাঙালির বৈশাখ (Poila Baisakh)। কোথাও দোকানে হালখাতার ভিড় চোখে পড়ে, আবার কোথাও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, সবকিছু মিলিয়ে বৈশাখের প্রথম দিনকে সাজাতে ব্যস্ত আপামর বাঙালি। তাই নববর্ষের শুভক্ষণে প্রিয়জনদের জানান শুভেচ্ছা আর প্রাণভরা ভালবাসা...
শুভ নববর্ষে ভাল হোক সবার...
নতুন আলো গায়ে মেখে শুরু হোক নতুন বছর....
নতুন বছরে প্রিয়জনকে নিয়ে ভাল কাটুক...
পুরনো বিবাদ, দুঃখ, কষ্ট ভুলে ভাল কাটুক ১৪২৯...