Subho Nababarsho 1430 Wishes: রাত পোহালেই নতুন বছর, প্রিয়জনকে জানান নববর্ষের আগাম শুভেচ্ছা লেটেস্টলি বাংলার শুভেচ্ছা পত্র দিয়ে
শনিবার ১৫ এপ্রিল বাংলা তথা গোটা দেশজুড়ে পালিত হবে পয়লা বৈশাখ। এই দিনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস। এই দিন গণেশ এবং লক্ষ্মীর আরাধনায় নতুন হালখাতা ধরেন ছোট থেকে বড় ব্যবসায়ীরা।
রাত পোহালেই নববর্ষ।১৪২৯ পেরিয়ে ১৪৩০-কে স্বাগত জানানোর পালা। পয়লা বৈশাখ এই দিনটা বিশ্বজুড়ে বাঙালিদের কাছে এক আবেগের দিন। নতুন জামা কাপড় পড়ে ঘুরতে বেরোনো, দোকানিদের থেকে মিষ্টি ও ক্যালেন্ডার পাওয়ার আনন্দ এবং সবশেষে পাত পেড়ে চলে বাঙালি ভোজ। নতুন বর্ষ বরণের আনন্দ চেটেপুটে উপভোগ করেন সবাই। শনিবার ১৫ এপ্রিল বাংলা তথা গোটা দেশজুড়ে পালিত হবে পয়লা বৈশাখ। এই দিনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস। এই দিন গণেশ এবং লক্ষ্মীর আরাধনায় নতুন হালখাতা ধরেন ছোট থেকে বড় ব্যবসায়ীরা। ফুল, আলপনা দিয়ে সাজিয়ে তোলা হয় দোকান।
তাই সকলের আগেই লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) আপনাদের জন্য নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে নিন পরিবার ,পরিজন, বন্ধুবান্ধবের সঙ্গে।
Tags
Happy Poila Baisakh
poila baisakh
Poila Baisakh 1430
Poila Baisakh 2019 Date
Poila Baisakh Bengali Wishes
Poila Baisakh Celebrations
poila baisakh greetings
Poila Baisakh Image
Poila Baisakh Image Quote
পয়লা বৈশাখ
পয়লা বৈশাখ ১৪৩০
পয়লা বৈশাখ ২০২৩
পয়লা বৈশাখের তাৎপর্য
পয়লা বৈশাখের শুভেচ্ছা
শুভ নববর্ষ
শুভ নববর্ষ ১৪৩০
শুভ নববর্ষ ১৪৩০ শুভেচ্ছা