Subhash Chandra Bose Jayanti 2021 Quotes: নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, বাংলায় শুভেচ্ছা পাঠান প্রিয়জনকে

নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম শুভ জন্মবার্ষিকী। বছরজুড়ে পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী (Subhas Chandra Bose 125th Birth Anniversary)। অনুষ্ঠানের তদারকির জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম নাম নেতাজী সুভাষ চন্দ্র বোস । ওড়িশার কটক শহরে ১৮৯৭ সালের ২৩ শে জন্মগ্রহন করেন তিনি। ছোট থেকেই তাঁর জীবন, আদর্শে দেশপ্রেমের ভাব ফুটে ওঠে। বাঙালি আর ইংরেজি-সংস্কৃতির চিরাচরিত দ্বন্দ্ব সুভাষকে একটু একটু করে আঘাত করত। তাঁর ধারণায় সারাজীবন তার মধ্যে বদ্ধমূল ছিলেন। বিশ্বের যে প্রান্তেই গিয়েছেন, নিজেকে ভারতীয় কিংবা বাঙালি হিসেবে পরিচয় দিতে এতটুকু দ্বিধা ছিলো না তাঁর। এই দিনটিকে স্বাগত জানিয়ে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৩-তম জন্মবার্ষিকীতে আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন তাঁর উক্তিগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।

নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মজয়ন্তী। Photo Source: File Photo

নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম শুভ জন্মবার্ষিকী। বছরজুড়ে পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী (Subhas Chandra Bose 125th Birth Anniversary)। অনুষ্ঠানের তদারকির জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে কেন্দ্র। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই। স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম নাম নেতাজী সুভাষ চন্দ্র বোস । ওড়িশার কটক শহরে ১৮৯৭ সালের ২৩ শে জন্মগ্রহন করেন তিনি। ছোট থেকেই তাঁর জীবন, আদর্শে দেশপ্রেমের ভাব ফুটে ওঠে। বাঙালি আর ইংরেজি-সংস্কৃতির চিরাচরিত দ্বন্দ্ব সুভাষকে একটু একটু করে আঘাত করত। তাঁর ধারণায় সারাজীবন তার মধ্যে বদ্ধমূল ছিলেন। বিশ্বের যে প্রান্তেই গিয়েছেন, নিজেকে ভারতীয় কিংবা বাঙালি হিসেবে পরিচয় দিতে এতটুকু দ্বিধা ছিলো না তাঁর। এই দিনটিকে স্বাগত জানিয়ে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৩-তম জন্মবার্ষিকীতে আপনার কাছের মানুষদের পাঠিয়ে দিন তাঁর উক্তিগুলি। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)।

নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫-তম জন্মবার্ষিকীতে তাঁর উক্তিগুলি আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে পাঠিয়ে দিন এই বাংলা Wishes, Facebook Greetings, WhatsApp Status, এবং SMS এর মাধ্যমে।

"আত্মবলিদানের আকাঙ্কা আজই আমাদের মধ্যে জাগিয়ে তুলতে হবে,  যা ভারতকে বাঁচিয়ে রাখবে"

"বাস্তব বড্ড কঠিন জীবনকে সততার পথে এগিয়ে নিয়ে যেতে হবে সত্যকে গ্রহণ করার সাহস রাখতে হবে"

"স্বাধীনতা কেউ দেয় না, ছিনিয়ে নিতে হয়!"

"সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা চুপ করে বসে থাকব না বা থাকা উচিত নয়"

"জীবনে সংগ্রাম আর ঝুঁকি না থাকলে জীবনে বেঁচে থাকাটাই ফিকে হয়ে যায়"

একুশে নির্বাচনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ, সুভাষ চন্দ্র বসু ও বাংলার অন্যান্য খ্যাতনামা মনীষীদের কথা বারবার উঠে এসেছে বিজেপি নেতামন্ত্রীদের বক্তৃতায়। শুধু বক্তৃতা নয় বাঙালির আবেগ টানতে এবার বছরভর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করার পদক্ষেপ নিয়েছে। ২০২১-এর ২৩শে জানুয়ারি থেকে এই উত্সব শুরু হবে। চলবে ২০২২-এর ২৩শে জানুয়ারি পর্যন্ত। ভারতের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করতে নেতাজি দেশের যে জায়গাগুলিতে গিয়েছিলেন, সেখানে সাড়ম্বরে বছরভর পালিত হবে নানা অনুষ্ঠান। তাঁর শুভ জন্মবার্ষিকীর প্রাকলগ্নে রইল সশ্রদ্ধ প্রণাম।