Sita Navami 2024: সীতা নবমী উপলক্ষে ঘুরে আসুন ভারতের বিখ্যাত মাতা সীতার মন্দিরে, দেখে নিন মাতা সীতার বিখ্যাত মন্দিরের তালিকা...

গোটা দেশে মাতা সীতার এমন অনেক মন্দির রয়েছে, যার সঙ্গে জড়িয়ে রয়েছে কোনও না কোনও ইতিহাস। এই মন্দিরগুলি প্রতিদিন দর্শন করতে আসে হাজার হাজার মানুষ। এই মন্দিরগুলির মধ্যে লুকিয়ে রয়েছে রামায়ণের বিভিন্ন রহস্য। একইভাবে, ভারতে এমন একটি বিশেষ মন্দির রয়েছে, যেখানে ভগবান রামকে ছাড়াই পুজো করা হয় মা সীতার। এই মন্দিরে পুজো করা হয় মা সীতার সঙ্গে তাঁর যমজ পুত্র লভ কুশের।

কেরালার ওয়েনাডে অবস্থিত মা সীতার এই বিশেষ মন্দির। ভারতের বিরল মন্দিরগুলির মধ্যে একটি হল মা সীতার এই মন্দির। এই মন্দিরে রয়েছে লভ এবং কুশের মূর্তি। এই মন্দিরের বিশেষত্ব হল সবুজ গাছে ঢাকা শান্তিপূর্ণ পরিবেশে অবস্থিত এই মন্দির, এখানে আসার পর মানসিক শান্তি খুঁজে পায় ভক্তরা। মন্দিরটি সীতা দেবী লভ কুশ মন্দির নামে পরিচিত। এই মন্দিরে দর্শনের সময় হল সকাল ৫টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত এবং বিকেল ০৫:৩০ মিনিট থেকে সন্ধ্যা ০৭:৩০ মিনিট পর্যন্ত।

নাসিকে অবস্থিত মা সীতার এক মন্দিরের উল্লেখ রয়েছে রামায়ণে। মহারাষ্ট্রের নাসিকের পঞ্চবটিতে অবস্থিত এই মন্দির। মা সীতা ও প্রভু রামের বনবাসের সময় এখানে ছিলেন বলে এই মন্দিরটি পরিচিত সীতা গুহা নামে। এই জায়গায় পাঁচটি পবিত্র বটগাছ দেখতে পাওয়া যায় বলে এই স্থানটি পরিচিত পঞ্চবটি নামে। গুহায় যাতায়াতের জন্য রয়েছে সিঁড়ি। নাসিক রেলওয়ে স্টেশন থেকে গুহা মাত্র ৫ কিমি দূরে। এই মন্দিরে দর্শনের সময় হল সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।



@endif