Shukra Pradosh Vrat 2024: মার্চ মাসে প্রদোষ উপবাস কবে? এই দিনে পুজো করলে বৃদ্ধি পায় সুখ ও সৌভাগ্য...
প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় প্রদোষ উপবাস। শাস্ত্র অনুসারে, প্রদোষের এই দিনে ভগবান শিবের পুজো করা হয়। মান্যতা রয়েছে, প্রদোষ ব্রত করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে মহাদেব। ফাল্গুন মাসের দ্বিতীয় প্রদোষ উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এদিন পুজো করলে সুখ, ধন ও সমৃদ্ধি লাভ হয়। এককথায় মা লক্ষ্মী সর্বদা সদয় থাকেন। এবার জেনে নেওয়া যাক মার্চ মাসের দ্বিতীয় প্রদোষ উপবাসের তারিখ ও পুজোর শুভ সময়।
২০২৪ সালের মার্চ মাসের দ্বিতীয় প্রদোষ উপবাস পালন করা হবে ২২ মার্চ। এই দিনে ভগবান শিবকে পুজো করা হয় চন্দ্রমৌলেশ্বর রূপে। শাস্ত্র অনুযায়ী, ত্রয়োদশীর দিন সন্ধ্যায় ভগবান শিব নৃত্য করেন কৈলাসে এবং অন্যান্য দেব-দেবীরা শিবের পুজো করেন এদিন। পঞ্জিকা অনুসারে, ফাল্গুন মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি ২২ মার্চ সকাল ০৪:৪৪ মিনিটে শুরু হয়ে শেষ হবে ২৩ মার্চ সকাল ০৭:১৭ মিনিটে। পুজোর জন্য শুভ সময় হল ২২ মার্চ সন্ধ্যা ০৬:৩৪ মিনিট থেকে সন্ধ্যা ০৮:৫৫ মিনিট পর্যন্ত।
পুরাণ অনুসারে, ত্রয়োদশীর রাতের প্রথম প্রহরে ভগবান শিবের মূর্তি দেখতে পাওয়া গেলে সমস্ত সমস্যার সমাধান হয়। শুক্র প্রদোষ উপবাসের দিন প্রদোষ কালে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে যেকোনও কাজে সুখ ও সাফল্য আসে। সূর্যাস্তের ঠিক দেড় ঘণ্টা পর শুরু হয় প্রদোষ কাল। এই সময় পুজো হওয়ার কারণে এই উপবাসকে বলা হয় প্রদোষ ব্রত।