Ramadan 2024: রমজানের তৃতীয় রোজার দিন ১৪ মার্চ, জেনে নিন এদিন কলকাতায় রমজানের রোজার সেহরি-ইফতারের সময়...
রমজান মাস শুরু হওয়ার সাথেই শুরু হয়ে গিয়েছে রোজা। এই পুরো মাসজুড়ে রোজা পালন করে মুসলমানরা। ২০২৪ সালে ভারতে রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ এবং রোজা পালন করা শুরু হয়েছে ১২ মার্চ থেকে। এই বছর যারা রোজা রেখেছেন তারা রমজান মাসের তৃতীয় রোজা পালন করবে ১৪ মার্চ। ইসলাম ধর্মে রমজান মাসে রোজা রাখার গুরুত্ব অপরিসীম। রমজানের প্রথম রোজা রাখার মাধ্যমে ঈমানের সূচনা করা হয়। দ্বিতীয় রোজা পালন করা হয় সুপারিশ ও সওয়াবের জন্য এবং তৃতীয় রোজার অর্থ হল সোজা পথের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোকে সহজ করা।
রমজানে রোজা রাখার কিছু নিয়ম আছে, যারা রোজা রাখে তাদের সকলকেই এই নিয়ম মেনে চলতে হয়। রমজানে রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সঠিক সময়ে সেহরি ও ইফতার করা। রোজা রাখার আগে অর্থাৎ সূর্যোদয়ের আগে সকালে সেহরি করতে হয় এবং রোজা ভঙ্গ করার পর অর্থাৎ সন্ধ্যায় ইফতার করতে হয়। সঠিক সময়ে সেহরি ও ইফতার করলে তবেই রোজা সম্পন্ন হয়। রমজানের এই ৩০ দিনে বিভিন্ন শহরে সেহরি-ইফতারের সময় আলাদা হয়। চলুন জেনে নেওয়া যাক রমজানের তৃতীয় রোজার দিন অর্থাৎ ১৪ মার্চ কলকাতা সহ অন্যান্য শহরে শহরে সেহরি ও ইফতারের সময়।
১৪ মার্চ কলকাতায় সেহরির সময় হল সকাল ০৪:৩১ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৫:৪৬ মিনিটে। পাটনায় সেহরির সময় হল সকাল ০৪:৪২ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৫:৫৯ মিনিটে। রাঁচিতে সেহরির সময় হল সকাল ০৪:৪৩ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৫:৫৯ মিনিটে। চেন্নাইয়ে সেহরির সময় হল সকাল ০৫:০৫ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৬:২০ মিনিটে। বেঙ্গালুরুতে সেহরির সময় হল সকাল ০৫:১৬ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৬:৩১ মিনিটে।
মুম্বাইয়ে সেহরির সময় হল সকাল ০৫:৩৪ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৬:৪৯ মিনিটে। দিল্লীতে সেহরির সময় হল সকাল ০৫:১৩ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৬:৩০ মিনিটে। আগ্রায় সেহরির সময় হল সকাল ০৫:১০ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৬:২৭ মিনিটে। লখনউতে সেহরির সময় হল সকাল ০৪:৫৯ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৬:১৬ মিনিটে। জয়পুরে সেহরির সময় হল সকাল ০৫:১৯ মিনিটে এবং ইফতারের সময় হল সন্ধ্যে ০৬:৩৬ মিনিটে।