Ramadan 2024 First Jumma: রমজানের প্রথম শুক্রবার, জুম্মার নামাজের রয়েছে বিশেষ গুরুত্ব, জেনে নিন বিস্তারিত...
প্রতিটি ধর্মেই সপ্তাহের যেকোনও একটি দিনকে বিশেষ বলে মনে করা হয়। ইসলাম ধর্মে শুক্রবার অর্থাৎ জুম্মাকে আল্লাহর ইবাদত করার জন্য অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। বিশেষ করে পবিত্র রজমান মাসে শুক্রবারের বিশেষ গুরুত্ব রয়েছে। রমজান ইবাদতের জন্য এবং আশীর্বাদ পাওয়ার জন্য একটি পবিত্র মাস। মুসলমানরা রমজানের পুরো মাসে রোজা রাখে।
মান্যতা রয়েছে যারা রোজা রাখে তারা রমজান মাসে জুম্মার নামাজ পড়লে আল্লাহ তাদের সব ইচ্ছা পূরণ করে। তাই রমজান মাসের শুক্রবারের গুরুত্ব অন্যান্য শুক্রবারের তুলনায় বেশি। ২০২৪ সালে রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ এবং শেষ হবে ৯ এপ্রিল। ১৫ মার্চ রমজানের প্রথম শুক্রবার। ২০২৪ সালে রমজান মাসে মোট ৪টি জুম্মা পড়েছে। মুসলমানরা রমজানে জুম্মার নামাজ পড়তে মসজিদে ভিড় জমায়।
ইসলাম ধর্মে প্রতিদিন পাঁচ বার নামাজ পড়ার প্রথা রয়েছে। কিন্তু এর মধ্যে জুম্মার নামাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। কারণ জুম্মার নামাজ সম্পর্কে হাদিস শরিফে বলা হয়েছে, হযরত আদম আলাইহিস সালামকে জুম্মার দিনে স্বর্গ থেকে এই দুনিয়ায় পাঠানো হয়েছিল এবং স্বর্গতে ফেরত নিয়ে যাওয়া হয় জুম্মার দিনেই। এছাড়াও, ইসলামে মান্যতা রয়েছে যে শুক্রবারে নামাজ পড়লে সারা সপ্তাহের ভুল ক্ষমা করে দেন আল্লাহ।