Raksha Bandhan 2022: ভাইবোনের পবিত্র বন্ধনের উৎসবের ছবিসহ শুভেচ্ছা বার্তা পাঠান নিজের ভাই-দাদা-বোন-দিদিকে, আর শেয়ার করুন Facebook, Twitter, Whatsapp, Instagram-এ
রাখীবন্ধন নামে বিশেষভাবে পরিচিত এই রক্ষা বন্ধন উৎসবটি হিন্দু পঞ্জিকা মতে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার দিন পালন করা হয়। হিন্দু, জৈন ও শিখ সম্প্রদায়ের মানুষেরা এই উৎসব পালন করে থাকে।উত্তর ভারতের কিছু অঞ্চলে বিভিন্ন সম্প্রদায়ে সহোদর ভাইবোন ছাড়াও জ্ঞাতি ভাইবোন এবং অন্যান্য অনাত্মীয়দের মধ্যেও এই উৎসব সুপ্রচলিত। ভাই বোনেদের পরস্পর পরস্পরের জন্য মঙ্গলকামনাই এই উৎসবের সারমর্ম। কথিত আছে চিতোরের মহারানী কর্ণবতী, মুঘল সম্রাট হুমায়ুনের সাহায্য প্রার্থনা করে একটি রাখী প্রেরণ করেছিলেন আর সেই থেকে এই উৎসবের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। রাখি বন্ধন উৎসবের সূচনায় ভাই ও বোনদের জন্য রইল শুভেচ্ছা বার্তা। সেই ছবি শেয়ার করুন ভাই বোনদের মধ্যে।