Poila Baishakh 2024: পয়লা বৈশাখের দিন থেকে শুরু বাংলা নববর্ষ, কবে পয়লা বৈশাখ? জেনে নিন এই দিনের গুরুত্ব...

ইংরেজি ক্যালেন্ডার অনুসারে গোটা বিশ্বে ১ জানুয়ারির দিন পালিত হয় নববর্ষ। কিন্তু এই নববর্ষ ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্য ও সম্প্রদায়ের মানুষদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী পালন করা হয় নববর্ষ। বাঙালি সম্প্রদায়ের মানুষ পয়লা বৈশাখের দিনটিতে পালন করে নববর্ষ। এই দিনে, বাঙালিরা একে অপরকে নববর্ষের অভিনন্দন জানানোর পাশাপাশি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সঙ্গে পালন করে এই দিনটি। এই দিনে বাঙালিরা নতুন জামাকাপড় পরে বাড়িতে পুজো করে এবং বিভিন্ন ধরনের বাঙালি খাবার তৈরি করে। ২০২৪ সালে পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ পালিত হবে ১৫ এপ্রিল। জেনে নেওয়া যাক এই দিনের ইতিহাস ও গুরুত্ব।

বাংলা নববর্ষের ইতিহাস নিয়ে রয়েছে নানা মুনীর নানা মত। মান্যতা রয়েছে, সপ্তম শতাব্দীতে রাজা শোশাঙ্কের সময় শুরু হয়েছিল বাঙালি যুগ। এছাড়া চন্দ্র ইসলামি ও সৌর হিন্দু বর্ষপঞ্জি মিলিয়ে বাংলা বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়েছে বলেও মনে করা হয়। এছাড়াও অনেকেই বাঙালি যুগ শুরুর কৃতিত্ব দেয় সম্রাট বিক্রমাদিত্যকে। তাদের মান্যতা অনুযায়ী বাংলা ক্যালেন্ডার শুরু হয় ৫৯৪ খ্রিস্টাব্দে।

বাঙালি সম্প্রদায়ের কাছে পয়লা বৈশাখের দিনটি খুবই বিশেষ। এই দিনে বাঙালিরা ঘর পরিষ্কার করে আল্পনা তৈরি করে ও পুজো দেয়। নতুন বছরের প্রথম দিনে ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য অনেকে মন্দিরে গিয়েও পুজো করে। এদিন গরু পুজো, নতুন কাজের শুরু, চাষের জন্য পর্যাপ্ত বৃষ্টির জন্য বাদল পুজো ইত্যাদি করা হয়। পয়লা বৈশাখে সুখ ও সমৃদ্ধির জন্য সূর্য দেব, গণেশ দেবতা এবং দেবী লক্ষ্মীর পুজো করা হয়।



@endif