Nag panchami 2024: নাগ পঞ্চমীতে দূর করা যায় পিতৃ দোষ, জেনে নিন নাগ পঞ্চমীতে কীভাবে দূর করবেন পিতৃ দোষ...
হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে নাগ দেবতার পুজোর। নাগ দেবতার বিশেষ পুজো করা হয় নাগ পঞ্চমীর দিন। হিন্দু ধর্মে শ্রাবণ মাসে ধুমধাম করে পালন করা হয় নাগ পঞ্চমীর উৎসব। মান্যতা রয়েছে সর্প দেবতার পুজো করলে কুণ্ডলীর সর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায়। ২০২৪ সালের ৯ আগস্ট পালন করা হবে নাগ পঞ্চমীর উৎসব। প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় নাগ পঞ্চমী।
৯ আগস্ট শ্রাবণ শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হবে সকাল ০৮:১৫ মিনিটে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ১০ আগস্ট, সকাল ০৬:০৯ মিনিটে। নাগ পঞ্চমীর দিন দূর করা সম্ভব পিতৃ দোষ। পিতৃ দোষ দূর করার জন্য নাগ পঞ্চমীর দিনে পুজো করা হয় পূর্বপুরুষদের। এই দিনে ভোলেনাথের পুজো করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে হয়।
নাগ পঞ্চমীর দিন সন্ধ্যায় সূর্যাস্তের সময় নাগ দেবতার নামে মন্দিরে ও বাড়ির কোণে কাঁচা মাটির প্রদীপে গরুর দুধ রাখতে হয়। নাগ পঞ্চমীর দিনে যেকোনও অভাবী, অসহায় বা প্রতিবন্ধী ব্যক্তিকে সাহায্য করলে পূর্বপুরুষরা খুশি হন। এছাড়া পিতৃ দোষ থেকে মুক্তি পেতে এই দিনে দৃশ্যমান মূর্তি বা ছবি আকারে পুজো করা হয় সাপের। এই দিনে সাপকে দুধ দিয়ে স্নান করিয়ে নিয়ম মেনে পুজো করা খুবই জরুরি।