Botherhood in Agra Jail: আগ্রা জেলে নবরাত্রির উপবাস মুসলিম কয়েদিদের ও রোজা রাখছে হিন্দুরা, সৌভ্রাতৃত্বের ভিডিয়ো
আগ্রা জেলের জেলার অলোক সিং জানান, ৯০৫ জন কয়েদির মধ্যে ১৭ জন মুসলিম নবরাত্রিতে উপবাস করছে আর রোজা রাখছে ৩৭ জন হিন্দু।
আগ্রা: সৌভ্রাতৃত্ব (Brotherhood) ও সাম্প্রদায়িক সম্প্রীতির (Communal harmony) নয়া নজির গড়ল আগ্রার (Agra) সেন্ট্রাল জেলের (Central Jail) হিন্দু (Hindu) ও মুসলিমরা কয়েদিরা (Muslim inmates)। একে অপরের ধর্মীয় আচারকে সম্মান জানাতে মুসলিমরা করছে চৈত্র নবরাত্রির (Chaitra Navratri) উপবাস (Fast) আর হিন্দুরা রমজান (Ramzan) উপলক্ষে করছে রোজা (Roza) পালন।
খারাপকে হারিয়ে ভালোর জয়ের জন্য ৯ দিন ধরে চৈত্র নবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মে। যা শুরু হয়েছে গত ২২ মার্চ থেকে। অন্যদিকে তার পরের দিন থেকেই শুরু হয়েছে মুসলিমদের পবিত্র রমজান মাস। সেই উপলক্ষে হিন্দুভাইদের সঙ্গে একসঙ্গে উপবাস করছে বেশ কয়েকজন মুসলিম বন্দি আর মুসলিম সম্প্রদায়ের মানুষদের পাশে থাকার বার্তা দিয়ে রোজা পালন করছে হিন্দু কয়েদিরা। জেল কর্তৃপক্ষের তরফে এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে।
এপ্রসঙ্গে সেন্ট্রাল জেলের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল রাধাকৃষ্ণ মিশ্র সাংবাদিকদের জানান, নবরাত্রি উপলক্ষে মুসলিম কয়েদিরা উপবাস করার পাশাপাশি জেলে চত্বরে থাকা মন্দিরে অনুষ্ঠিত ভজনেও যোগ দিচ্ছে। সেই সঙ্গে হিন্দুরাও পালন করছে রোজা। এটা খুবই ভালো একটা উদ্যোগ যার মাধ্যমে উভয় ধর্মের কয়েদিরা হিন্দু-মুসলিম ঐক্যের বার্তা দিচ্ছে।
সেন্ট্রাল জেলের একজন মুসলিম কয়েদি নৌশাদ এপ্রসঙ্গে বলে, "মুসলিম ৯ দিন উপবাস করছে আর হিন্দুরা উপবাস করছে রমজানের জন্য। আমি নিজে নবরাত্রির প্রথম দিন উপবাস করেছিলাম আর শেষ দিনেও করব। জেলের মধ্যে আমরা একসঙ্গে বসবাস করি আর একে অপরের ধর্মীয় অনুভূতিকে সম্মান জানাই। জেলের মধ্যে মন্দিরে অনুষ্ঠিত ভজনেও হিন্দু কয়েদিদের সঙ্গে যোগ দিই আমরা।"
আগ্রা জেলের জেলার অলোক সিং জানান, ৯০৫ জন কয়েদির মধ্যে ১৭ জন মুসলিম নবরাত্রিতে উপবাস করছে আর রোজা রাখছে ৩৭ জন হিন্দু। আরও পড়ুন: Sabarmati Jail: আতিক আহমেদকে নিয়ে সবরমতী জেল থেকে বেরোল প্রয়াগরাজ পুলিশ, দেখুন সেই ভিডিয়ো