Kali Puja 2024: কালীপুজোয় জীবন থেকে দূর করুন অন্ধকার, জেনে নিন কালী চৌদাসের দিনক্ষণ ও পুজোর পদ্ধতি...
প্রতি বছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয় কালীপুজো বা কালী চৌদাস, এটি নরক বা রূপ চৌদাস নামেও পরিচিত। এটি হিন্দুধর্মে খুবই গুরুত্বপূর্ণ উৎসব, যা দীপাবলির ঠিক একদিন আগে পালন করা হয়। কালী চৌদাসকে মহাকালীর জন্মদিন হিসেবেও পালন করা হয় অনেক জায়গায়। ২০২৪ সালে কালী চৌদাস পালন করা হবে ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।
ক্যালেন্ডার অনুযায়ী, কালী চৌদাস উৎসব শুরু হবে ৩১ অক্টোবর রাত ১১:৪০ মিনিটে এবং শেষ হবে রাত ১২:৩০ মিনিটে। নিশিত সময়কালে পুজো করা হয় মা কালীর। বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবী কালীর পুজো করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং পরিবারে সুখ ও সমৃদ্ধি আসে।
কালী চৌদাসের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে মা কালীর মূর্তি স্থাপন করা হয়। এবার দেবী কালীকে লেবু ও ফুলের মালা অর্পণ করা হয়। তারপর দেবী কালীকে ৫টি রঙের মিষ্টি নিবেদন করে তাঁর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানো হয়। সবশেষে মাতা কালীর মন্ত্র জপ করে আরতি করা হয়।