Kali Chaudas 2023 Wishes and Greetings: ভূত চতুর্দশীর শুভেচ্ছা ও অভিনন্দ বার্তা, প্রিয়জনদের হোয়াটসঅ্যাপে পাঠান মা কালীর ছবিসহ শুভকামনা

‘দূর হোক অন্ধকার, জীবন হোক আলোকোজ্জ্বল’, সবাইকে পাঠান ভূত চতুর্দশীর বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেজ

Kali Chaudas (Photo Credit: Facebook)

কলকাতা: কালী চৌদাস বা কালী চতুর্দশী। সোজা কথায়, অর্থাৎ চলতি ভাষায় - বাঙালির ভূত চতুর্দশী। এই দিনটি পূর্বপুরুষদের স্মরণ করে বাঙালি পালন করে থাকে। সন্ধ্যাবেলা চোদ্দ প্রদীপ দিয়ে বাড়ি যেমন আলোকোজ্জ্বল করা হয়, তেমনই প্রয়াতদের উদ্দেশে মাটির প্রদীপ দেওয়া কিংবা মোমবাতি জ্বালানোর চল রয়েছে বাঙালির ঘরে ঘরে। ভারতের অন্যান্য প্রান্তেও এই দিনটি পালন করা হয়। তবে পশ্চিমবঙ্গে এই দিনটির আলাদা মর্যাদা ও গুরুত্ব রয়েছে।

আলোর উৎসব দিওয়ালির এই পর্বে বাঙালার প্রতিটি কোণে মা কালীর আরাধনা করা হয়। রীতি অনুযায়ী মধ্যরাত্রি থেকে কালী চতুর্দশী বা ভূত চতুর্দশী শুরু হয়। আর এই সময় শ্মশানে গিয়ে অন্ধকারের দেবী মা কালীকে দর্শন করা হয়। ভক্তিভরে তাঁকে আহ্বান করা হয়। প্রার্থনা করা হয়, সমস্ত অন্ধকার দূর করে মা কালী যেন সকলের জীবনকে আলোকিত ও আনন্দময় করে তোলেন। আরও পড়ুন: Diwali 2023: দীপাবলির সন্ধ্যায় কোথায় কোন প্রদীপ রাখবেন? প্রদীপের আলোয় খুলে যেতে পারে ভাগ্যও ! জানুন বিস্তারিত

২০২৩ অর্থাৎ এই বছরের কালী চৌদাস বা বাঙালির ভূত চতুর্দশীতে পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রিয়জনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মা কালীর কাছে প্রার্থনা ও কামনা করুন, সমস্ত অন্ধকার দূর হয়ে আপনার এবং তাঁদের জীবন যেন আলোকিত ও আনন্দময় হয়ে ওঠে। মা কালীর ছবিসহ শুভেচ্ছা ও অভিনন্দবার্তা হোয়াটসঅ্যাপে পাঠান আপনার প্রিয়জনদের।

হোয়াটসঅ্যাপ মেসেজ (WhatsApp Messages):

কালী চতুর্দশীর বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেজ (File image)

 

কালী চতুর্দশীর বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেজ (File Image)

 

কালী চতুর্দশীর বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেজ (File image)

 

কালী চতুর্দশীর বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেজ (File Image)

 

কালী চতুর্দশীর বিশেষ হোয়াটসঅ্যাপ মেসেজ (File image)