Joishtho Ekadashi 2024: জুন মাসে জ্যৈষ্ঠ একাদশী কবে? জেনে নিন জ্যৈষ্ঠ একাদশীর গুরুত্ব...

প্রতি মাসের কৃষ্ণ ও শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় একাদশী উপবাস। মান্যতা রয়েছে যজ্ঞ ও বৈদিক আচারের চেয়ে বেশি ফল দেয় একাদশীর উপবাস। জ্যৈষ্ঠ মাসের একাদশীকে বলা হয় অপরা একাদশী, জ্যৈষ্ঠ মাসেই পালন করা হয় নির্জলা একাদশী উপবাস। জ্যৈষ্ঠের প্রচণ্ড গরমে একাদশী উপবাস পালন করলে হাজার গুণ বেশি ফল পাওয়া যায়। চলুন জেনে নেওয়া ২০২৪ সালের জ্যৈষ্ঠ একাদশী কবে এবং এই একাদশীর গুরুত্ব।

২০২৪ সালের জুন মাসে প্রথম জ্যৈষ্ঠ একাদশী তথা অপরা একাদশী পড়ছে ২ জুন। এই উপবাস পালন করলে সম্পদ লাভের আশির্বাদ পাওয়া যায়। তিন পুষ্করে স্নান করলে বা কার্তিক মাসে স্নান করলে বা গঙ্গার তীরে পিতৃপুরুষদের পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, অপরা একাদশীর উপবাসে সেই ফল পাওয়া যায়। এই উপবাস করলে জীবনের সমস্ত কাজ সম্পন্ন হয়, দারিদ্র্য দূর হওয়ার পাশাপাশি সম্পদ, সমৃদ্ধি ও খ্যাতি লাভ হয়। এই অপরা একাদশীকে অচলা একাদশীও বলা হয়।

জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় একাদশী পড়েছে ২১ জুন, এই দিনে পালন করা হবে নির্জলা উপবাস। একাদশীর অর্থ হল ১০টি ইন্দ্রিয় এবং ১টি মনকে নিয়ন্ত্রণ করা। কাম, ক্রোধ, লোভের মতো চিন্তা মনে প্রবেশ করতে না দেওয়া। নির্জলা একাদশীকে শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই একাদশীর উপবাস করলে সারা বছর একাদশীর পুণ্য লাভ হয়। জীবনে মোক্ষ লাভ হয়। তবে এই একাদশী সবচেয়ে কঠিন, কারণ এই একাদশীর উপবাস করলে খাবারের পাশাপাশি জলও ত্যাগ করতে হয়।



@endif