Durgapuja Sasthi 2024: দুর্গোৎসবের ষষ্ঠীতে পুজো করা হয় দেবী কাত্যায়নীর, জেনে নিন দেবী কাত্যায়নীর প্রিয় খাবার ও প্রিয় ফুল সহ বিভিন্ন তথ্য...
শারদীয়া নবরাত্রির ষষ্ঠ দিনে বা দুর্গোৎসব ষষ্ঠীতে পুজো করা হয় মা দুর্গার ষষ্ঠ রূপ মা কাত্যায়নীর। ২০২৪ সালে দেবী কাত্যায়নীর পুজো হবে ৮ অক্টোবর, মঙ্গলবার। পৌরাণিক কাহিনী অনুসারে, ঋষি কাত্যায়নের কন্যারূপে অবতীর্ণ হয়েছিলেন দেবী দুর্গার এই রূপটি। মান্যতা রয়েছে যে ভক্তরা ভক্তি সহকারে দেবী দুর্গার কাত্যায়নী রূপের পুজো করলে সকল প্রকার বৈষয়িক সুখ লাভ হয়।
নবরাত্রির ষষ্ঠ দিনে বা দুর্গোৎসব ষষ্ঠীতে নিয়ম মেনে দেবী কাত্যায়নীর পুজো করা উচিত। এদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরে মা কাত্যায়নীর প্রতিমায় তাজা ফুল অর্পণ করতে হয়। কুমকুমের তিলক লাগিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ করে প্রার্থনা করা হয়। এরপর মা কাত্যায়নীকে অর্পণ করা হয় পদ্ম ফুল এবং নৈবেদ্য হিসেবে নিবেদন করা হয় মধু।
মা কাত্যায়নীর প্রিয় ফুল হল লাল জবা এবং মা কাত্যায়নীর প্রিয় খাবার মধু ও মিষ্টি পান। তাই পুজোয় মা কাত্যায়নীর প্রিয় ফুল এবং ভোগ হিসেবে প্রিয় খাবার অবশ্যই নিবেদন করা উচিত। মা কাত্যায়নীর প্রিয় রং লাল। তাই মা কাত্যায়নীকে উৎসর্গ করা হয় লাল রং এবং এই লাল রং সাহস ও শক্তির প্রতীক। নবরাত্রির ষষ্ঠ দিনে বা দুর্গোৎসব ষষ্ঠীতে লাল রং পরা অত্যন্ত শুভ।