Chitragupta Puja 2024: চিত্রগুপ্ত পুজো কবে? জেনে নিন চিত্রগুপ্ত পুজোর দিন বই-কলম পুজো করার সঠিক পদ্ধতি...
দীপাবলির দুই দিন পর পুজো করা হয় চিত্রগুপ্তের। ধর্মীয় গ্রন্থ অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে যমরাজের সহকারী ভগবান চিত্রগুপ্তের পুজো করলে সুখ, সমৃদ্ধি ও উন্নতির আশীর্বাদ লাভ হয়। কায়স্থ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয় ভগবান চিত্রগুপ্তকে। এই দিনে কলম, কালির পাত্র ও খাতা পুজো করার নিয়ম রয়েছে। চিত্রগুপ্তের পুজো করলে বুদ্ধিমত্তা, জ্ঞান ও লেখালেখিতে পারদর্শী হয়।
২০২৪ সালে চিত্রগুপ্ত পুজো করা হবে ৩ নভেম্বর। এই দিনে পুজোর শুভ সময় থাকবে সকাল ০৭:৫৭ মিনিট থেকে দুপুর ১২:০৪ মিনিট পর্যন্ত। ভগবান চিত্রগুপ্তকে দেবতাদের হিসাবরক্ষক বলেও মনে করা হয়। এই দিনে, ভগবান চিত্রগুপ্তের উপাসনা হিসেবে কলম এবং বইয়ের পুজো করা উচিত, কারণ একজন ব্যক্তির কৃতকর্মের হিসাব লেখেন ভগবান চিত্রগুপ্ত।
কলমের পুজো করে শ্রী চিত্রগুপ্তকে স্মরণ করে এবং হাত জোড় করে তাঁর কাছে সেই কলমটি আশীর্বাদস্বরূপ পাওয়ার জন্য প্রার্থনা করা উচিত। এই ভাবে পুজো করলে কলম ফলপ্রসূ হয় বলে বিশ্বাস করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, সেই কলম দিয়ে যা লেখা হয় তা সিদ্ধ হয় অর্থাৎ ঐশ্বরিক সাহায্য প্রাপ্ত হয়। দীপাবলির রাতে পুজো করা খাতায় এই কলম দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে শ্রী গণেশায় নমঃ লিখে সেই খাতা ও কলম ব্যবহার করা উচিত।