Chaitra Shivratri 2024: এপ্রিলে মাসিক শিবরাত্রি কবে? জেনে নিন এই শিব পুজোর বিশেষত্ব...
ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ হয়েছিল চতুর্দশী তিথিতে। তাই মান্যতা রয়েছে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে একসঙ্গে ভ্রমণে যান ভগবান শিব ও মাতা পার্বতী। এই দিনেই পালন করা হয় মাসিক শিবরাত্রি। এই সময় রুদ্রাভিষেক ও মন্ত্রপাঠ করে আরাধনা করা হয় ভগবান শিবের। মান্যতা রয়েছে, এই পুজো করলে সুখ, সমৃদ্ধি লাভ হয়। বর্তমানে চলছে চৈত্র মাস, চলুন জেনে নেওয়া যাক ২০২৪ সালের চৈত্র মাসে মাসিক শিবরাত্রির দিনক্ষণ।
২০২৪ সালে চৈত্র মাসের শিবরাত্রি পালিত হবে ৭ এপ্রিল, রবিবার। পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শিবরাত্রির শুভ সময় শুরু হচ্ছে ৭ এপ্রিল, রবিবার সকাল ০৬:৫৩ মিনিটে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ ৮ এপ্রিল, সোমবার সকাল ০৩:২১ মিনিটে। পুজোর শুভ সময় ৮ এপ্রিল রাত ১২ টা থেকে রাত ১২:৪৫ মিনিট পর্যন্ত।
এদিন ব্রাহ্মমুহূর্তে স্নান করে পরিষ্কার জামা পরে একটি তামার পাত্রে শিব মূর্তি বা শিবলিঙ্গ রেখে রুদ্রাভিষেক করতে হবে। এরপর শিব চালিসা পাঠ করে আরতি করতে হবে। মাসিক শিবরাত্রির এই উপবাস ভগবান শিবকে উৎসর্গ করা হয়। মাসিক শিবরাত্রির এই দিনটি বর ও কনে পাওয়ার প্রার্থনা করার জন্য খুবই ভালো। এছাড়াও বিয়ে বিলম্বিত হলে বা কোনও কারণে বিয়েতে বারবার বাধা সৃষ্টি হলে মাসিক শিবরাত্রির উপবাস করা উচিত।