Ahoi Ashtami 2024: অহোই অষ্টমী কবে? জেনে নিন অহোই অষ্টমীর দিনক্ষণ ও পুজোর পদ্ধতি...
প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে সন্তানদের জন্য পালন করা হয় অহোই অষ্টমী উপবাস। করভা চৌথের ৪ দিন পরে এবং দীপাবলি পুজোর ৮ দিন আগে পালন করা হয় অহোই অষ্টমীর উপবাস। আহোই এর অর্থ 'একটি অপ্রীতিকর ঘটনা ঘটানো এবং কোনও অপ্রীতিকর ঘটনা থেকে রক্ষা করা'।
২০২৪ সালে অহোই অষ্টমী পালন করা হবে ২৪ অক্টোবর বৃহস্পতিবার। কার্তিক কৃষ্ণ অষ্টমী তিথিতে পালন করা হয় অহোই অষ্টমী। মাতা অহোইয়ের পাশাপাশি মা কালিরও পুজো করা হয় এই দিনে। ২০২৪ সালে কার্তিক কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ২৪ অক্টোবর রাত ০১:০৮ মিনিটে এবং শেষ হবে ২৫ অক্টোবর, রাত ০১:৫৮ মিনিটে।
অহোই অষ্টমী পুজোর শুভ মুহুর্ত থাকবে ২৪ অক্টোবর সন্ধ্যা ০৫:৫২ মিনিট থেকে সন্ধ্যা ০৬:৫৯ মিনিট পর্যন্ত। মায়েরা তাদের সন্তানের সুস্থতার জন্য ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত উপবাস করেন এদিন। করভা চৌথের মতো, অহোই অষ্টমীর দিনও কঠোর উপবাসের দিন এবং অনেক মহিলারা সারা দিন জলও খান না এই দিনে।