স্লিভলেস হল্টার নেক ম্যাক্সি ড্রেস অভিনেত্রী মোনালিসা (Monalisa) বা ঝুমা বৌদি (Jhuma boudi)। মোনালিসা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু হট ও সেক্সি লুকে ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। বর্ষার সবুজে ঘেরা পরিবেশে দাঁড়িয়ে মোনালিসা যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে।

স্লিভলেস হল্টার নেক ম্যাক্সি পড়েছেন। যার উপরের অংশটি সাদা ভিত্তির ওপর লাল ফুলের প্রিন্টে সজ্জিত এবং নিচের অংশটি উজ্জ্বল হলুদ-লালের কম্বিনেশনে ফ্লোরাল ডিজাইনে। পুরো পোশাকটি তাঁর ফিগারকে দারুণভাবে কমপ্লিমেন্ট করেছে। একেবারে আকর্ষণীয় লুক। বুকের অনেকটা অংশ উন্মুক্ত। খোলা চুল, মৃদু মেকআপ। এই হট ও সেক্সি লুক দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা।

মোনালিসার চোখে-মুখে এক আত্মবিশ্বাসী ও স্বচ্ছন্দ অভিব্যক্তি ফুটে উঠেছে। তাঁর ভক্তদের মুগ্ধ করেছে। তার এই হট লুক প্রশংসা কুড়িয়েছে হাজার হাজার ফ্যানের কাছ থেকে। জনপ্রিয় অভিনেত্রী মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। বিনোদন জগতের জন্য অন্তরা নিজের নাম পরিবর্তন করে রেখেছেন মোনালিসা এবং ঝুমা বৌদি(Jhuma boudi) নামেও খুবই জনপ্রিয় তিনি। ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়ার পর হিন্দি রিয়ালিটি শো এবং সিরিয়ালেও কাজ করেছেন মোনালিসা। নিজের কাজ দেখিয়ে দর্শকদেরও মুগ্ধ করেছেন মোনালিসা।